দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০ এপ্রিল চায়না বাজারে রিয়েলমি কিউ৫ লঞ্চ হতে চলেছে, এটি খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে।
রিয়েলমি কিউ৫ সিরিজের তিনটি স্মার্টফোন রিয়েলমি কিউ৫, রিয়েলমি কিউ৫ আই, এবং রিয়েলমি কিউ৫ প্রো লঞ্চ হতে চলেছে।
তার আগেই অবশ্য কিউ৫ লাইনআপের স্পেসিফিকেশনগুলি একে একে প্রকাশ করতে শুরু করেছে রিয়েলমি।
আর গতকাল, রিয়েলমির তরফে জানানো হয়েছে, রিয়েলমি কিউ৫ প্রো হ্যান্ডসেটে থাকা প্রসেসরের নাম।
রিয়েলমি কিউ৫ প্রো ৬.৬২ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিতিতে নিরাপত্তাকে আরও মজবুত হবে।
রিয়েলমি কিউ৫ প্রো একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হতে পারে।
একটি টিজার পোস্টার প্রকাশ করে রিয়েলমি ঘোষণা করেছে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে আসবে রিয়েলমি কিউ৫ প্রো।
উল্লেখ্য, রিয়েলমি কিউ৫ এবং রিয়েলমি কিউ৫আই যথাক্রমে স্ন্যাপড্রাগন ৬৯৫ এবং ডিমেন্সিটি ৮১০চিপসেট পাবে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।