বর্তমান সময়ে রিয়েলমি এবং আইকিউওও মোবাইল ব্র্যান্ড বেশ উন্নতমানের ফিচারসম্পন্ন ফোন দিচ্ছে। এদের মধ্যে জনপ্রিয় দুটি মোবাইল নিয়ে আজকে আমরা তুলনা করব। সেই ফোনগুলো হল রিয়েলমি এক্স ৭ প্রো ৫জি এবং আইকিউওও ৬ নিও এসই নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের মোটামুটি তারতম্য রয়েছে তবে ফিচারের ভিন্যতা রয়েছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
রিয়েলমি এক্স ৭ প্রো ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা।
আইকিউওও ৬ নিও এসইঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০৪ পিক্সেল। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
রিয়েলমি এক্স ৭ প্রো ৫জিঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬০.৮X৭৫.১X৮.৫ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৪ গ্রাম।
আইকিউওও ৬ নিও এসইঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৩X৭৬.১৬X৮.৫৪ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯০ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে
রিয়েলমি এক্স ৭ প্রো ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০+ অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ দেওয়া হয়েছে মালি জি৭৭ এম সি ৯। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৪,৫০০ এম এ এইচ এর ব্যাটারি, ৬৫ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
আইকিউওও ৬ নিও এসইঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৫০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৪,৭০০ এম এ এইচ এর ব্যাটারী, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১২ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
রিয়েলমি এক্স ৭ প্রো ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। উভয় ক্যামেরাতেই থাকবে প্যানোরামা, এইচ ডি আর, ই আই এস, স্লো মোশন এর সুবিধা।
আইকিউওও ৬ নিও এসইঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৬৪ মেগাপিক্সলের, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের বি অ্যান্ড ডব্লিউ পোরট্রেইট সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এর সুবিধা।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
রিয়েলমি এক্স ৭ প্রো ৫জিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১,৪০৩ টাকা।
আইকিউওও ৬ নিও এসইঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫,৮৫৮ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তারতম্য কিছুটা রয়েছে এবং ফিচারের ভিন্যতা খুব বেশি নেই। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। এখানে আপনার সুবিধা অনুযায়ী যেকোনটি নিতে পারেন।