মে মাসে আন্তর্জাতিক বাজারে উন্মোচনের পর সম্প্রতি ভারতের বাজারে মটো জি৮৫ ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে মটোরোলা। লেনোভো মালিকানাধীন ব্র্যান্ডটির স্মার্টফোনে টেন বিট ওলেড ডিসপ্লে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসহ বিভিন্ন ফিচার রয়েছে। খবর গিজমোচায়না।
মটোরোলা মটো জি৮২ ফাইভজি স্মার্টফোনে ৬ দশমিক ৬ ইঞ্চির টেন বিট পিওলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ২৪০০X১৮০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সেন্টারড পাঞ্চহোল ডিজাইনের ডিসপ্লেতে ৩৬০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট, ডিসিআই-পিথ্রি কালার গ্যামট ও ডিসি ডাইমিং রয়েছে। স্মার্টফোনটির পিক্সেল ডেনসিটি ৪০২ পিপিআই। এতে এসজিএস সার্টিফিকেশন রয়েছে। যেটি ক্ষতিকর নীল আলো নির্গমন নিয়ন্ত্রণের পাশাপাশি মোশন ব্লার দূর করতে সাহায্য করে।
স্মার্টফোনটি সম্পূর্ণ প্লাস্টিক নির্মিত। এর ওজন ১৭৩ গ্রাম। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, এলপিডিডিআরফোরএক্স র্যাম ও ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। এতে স্টক ডিজাইনের অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ও থিংকশিল্ড সিকিউরিটি ফিচার দেয়া হয়েছে।
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। রিয়ারে ৫০ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি সংবলিত প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের ১১৮ ডিগ্রির আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সব শেষে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ডুয়াল সিমকাড স্লট, ফাইভজি, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, এনএফসি রয়েছে। ইউএসবি টাইপ সি পোর্টের পাশাপাশি এতে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও একটি হাইব্রিড মাইক্রোএসডি কার্ড স্লট ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
মটো জি৮২ স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। বাজারে দুটি ভার্সনে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৬ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১ হাজার ৪৯৯ রুপি এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২২ হাজার ৯৯৯ রুপি।