বাজারে কম বাজেটের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। যার মডেল পোকো সি ৫০। সাশ্রয়ী দামের হলেও এই ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা। এতে গ্রাহকের মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সও হবে দুরন্ত।
পোকোর নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। গুগলের অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনের ফোনে রয়েছে ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট।
এলইডি ফ্ল্যাশসহ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ- প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা এআই লেন্সের। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। সিকিউরিটির জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
২ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্টেট।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫০০ টাকা।