আগামী মাসে একাধিক পণ্য উন্মোচন করতে পারে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এর মধ্যে রেডমি প্যাড ২, রেডমি কে৬০ আল্ট্রা, শাওমি প্যাড ৬ রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাওমি মিক্স ফোল্ড ৩ নিয়ে। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হতে পারে।
সম্প্রতি ডিভাইসটি নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর ওভারক্লকড ভার্সন ব্যবহার করা হতে পারে। তথ্যানুযায়ী, শাওমি মিক্স ফোল্ড ৩-তে ৩ দশমিক ৩৬ গিগাহার্টজের এ চিপ ব্যবহার করা হবে। সাধারণ ভার্সনটির ক্লক স্পিড ৩ দশমিক ২ গিগাহার্টজ।
সম্প্রতি উন্মোচন করা রেড ম্যাজিক ৮এস প্রো গেমিং স্মার্টফোনেও একই চিপসেট ব্যবহার করা হয়েছে। মিক্স ফোল্ডে ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়া এতে ৪ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকতে পারে।
টিপস্টার আরো জানান, মিক্স ফোল্ড৩ তে ওয়াটারড্রপ হিঞ্জ থাকতে পারে। এটি যে শুধু ডিভাইসকে মজবুত করে তা নয়, পাশাপাশি ওজন কমায় এবং দীর্ঘ সময় ব্যবহার উপযোগী করে তোলে।
অন্যান্য প্রতিবেদনে বলা হয়, শাওমি মিক্স ফোল্ড ৩-তে ৫ দশমিক ৫৬ ইঞ্চির কভার স্ক্রিন থাকবে। যেটি একটি ফুলএইচডিপ্লাস রেজল্যুশনের ডিসপ্লে ও এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়া এতে ৮ দশমিক ২ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। যেটিতে ২১৬০ x ১৯১২ পিক্সেলের কোয়াড এইচডিপ্লাস রেজল্যুশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে।
ভিতরের ডিসপ্লেতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। ডিভাইসে রিয়ার বা পেছনে সনি আইএমএক্স৮০০ সেন্সরের প্রাইমারি, ১০ গুণ জুম সক্ষমতার পেরিস্কোপ জুম ও ৩ দশমিক ২ গুণ অপটিক্যাল জুমের টেলিফটো এবং একটি আল্ট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা থাকতে পারে।