শিগগিরই বাজারে আসছে মটোরোলার নতুন ৫জি স্মার্টফোন মটো জি ৫৩। হ্যান্ডসেটটি ইতিমধ্যে প্রযুক্তিমহলে আলোচনা তৈরি করেছে।
এই ফোনে লেটেস্ট প্রসেসর, অধিক স্টোরেজসহ একাধিক চোখ জুড়ানো ফিচার্স থাকবে।
মটো জি ৫৩ মডেলে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে বলে দাবি করা হচ্ছে। ফোনে মিলবে অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০২০ মডেলের চিপসেট।
লেটেস্ট সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম থাকবে এতে বলে জানিয়েছে মটো। স্টোরেজের কথা যদি বলি তাহলে এতে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেখা যেতে পারে।
একাধিক অ্যাপ্লিকেশন, গেম এবং একগুচ্ছ সিনেমা-ওয়েবসিরিজ ডাউনলোড করে রাখতে পারবেন মোবাইলে। আর এই সব অ্যাপ্লিকেশন দ্রুত চালানোর জন্য থাকবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
যেকোনো নতুন ফোনে তার ক্যামেরার উপর বাড়তি নজর থাকে ক্রেতাদের। সেই চাহিদা পূরণ করতে এই ফোন ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা সেন্সর নিয়ে আসতে পারে সঙ্গে থাকবে অটোফোকাস সুবিধা, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স।
ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এবার কথা বলা যাক ব্যাটারি নিয়ে। এই বিভাগে সুনাম রয়েছে মটোরোলার। সেই জনপ্রিয়তা বজায় রেখে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারেরর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি সঙ্গে টার্বোচার্জিং সাপোর্ট। যদিও তার ক্ষমতা সম্পর্কে এখনও জানা যায়নি।
স্মার্টফোনে পাবেন মাইক্রো এসডি কার্ড, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। কানেক্টিভিটির ক্ষেত্রে মিলবে ৫জি, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং জিপিএস কানেক্টিভিটি।
ফোনটি বাজারে আসলে এর দাম হবে ২৫ হাজার টাকার মধ্যে।