সম্প্রতি পিক্সেল ৮ সিরিজ উন্মোচন করেছে গুগল। সাধারণ যেকোনো নতুন স্মার্টফোন বাজারে এলে সেটির সক্ষমতা যাচাইয়ে বেঞ্চমার্ক অ্যাপ ইনস্টল করা হয়। প্রযুক্তিবিশারদরা এর মাধ্যমে বিভিন্ন সক্ষমতার বিষয় দেখে থাকেন। তবে পিক্সেল ৮ ও ৮ প্রোতে এ অ্যাপ ইনস্টল বন্ধ রেখেছে গুগল।
নোটবুকচেকের সানজিভ প্রথম এ বিষয়টি দেখতে পান। পিক্সেলের এ দুটি ডিভাইসে ব্যবহারকারীরা গিকবেঞ্চ ও থ্রিডি মার্ক বেঞ্চমার্কিং অ্যাপ ইনস্টল করতে পারছে না। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) সক্ষমতা যাচাইয়ের জন্য মূলত বেঞ্চমার্ক অ্যাপ ব্যবহার করা হয়। রিভিউয়ার ও গ্রাহকের জন্য এটি খুবই উপকারী একটি টুল। এর মাধ্যমে বিভিন্ন স্মার্টফোনের মধ্যে তুলনা করা সম্ভব হয়।
সানজিভের তথ্যানুযায়ী, বেঞ্চমার্ক অ্যাপ ইনস্টল করতে না পারায় রিভিউয়াররা ডিভাইগুলোয় কোনো পরীক্ষা চালাতে পারছে না। তবে সাইডলোডিংয়ের মাধ্যমে এটি এড়ানো যাচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে। যার পরিপ্রেক্ষিতে জি৩ চিপের তথ্যও প্রকাশিত হয়েছে। গিকবেঞ্চ ৬ বেঞ্চমার্কের তথ্যানুযায়ী, গুগলের টেনসর জি৩ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর তুলনায় সিঙ্গেল ও মাল্টি কোরের পরীক্ষায় অনেকটাই পিছিয়ে।
অন্যদিকে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর তুলনায় থ্রিডি মার্ক ওয়াইল্ড লাইফ স্ট্রেস বেঞ্চমার্কেও জি৩ পিছিয়ে রয়েছে। অনেকের মতে, স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রসেসর প্রযুক্তি ব্যবহারের কারণে স্ন্যাপড্রাগনের তুলনায় জি৩ পিছিয়ে রয়েছে। স্ন্যাপড্রাগনের এ প্রযুক্তি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) এর এন৪পি প্রযুক্তির তুলনায় কম উন্নত।