কয়েক বছরের ব্যবধানে নতুন স্মার্টফোন কেনা ব্যবহারকারীদের জন্য স্বাভাবিক। বিশেষ করে নতুন সব ফিচার, সুবিধা, উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা ডিভাইস পরিবর্তনের প্রধান কারণ। বৈশ্বিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে কোম্পানিগুলো নতুন ডিভাইস উন্মোচন করে। যেখানে ডিভাইসের বিভিন্ন ফিচার সম্পর্কে জানা যায়।
স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ২০২৪ এ বেশকিছু স্মার্টফোন উন্মোচন করা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বিশ্ববাজারে প্রবেশ করবে। মেক ইউজ অব সূত্রে বেশকিছু ডিভাইস সম্পর্কে জানা গেছে।
টেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার ফাইভজি: এমডব্লিউসিতে উন্মোচন হওয়া একাধিক স্মার্টফোনের মধ্যে টেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার ফাইভজি অন্যতম। এতে আট কোরের ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর, ১২ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ ও আলাদা জিপিইউ দেয়া হয়েছে। এর ডিসপ্লে ৬ দশমিক ৭৭ ইঞ্চির ও সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৪০০ নিটস।
অনর ম্যাজিক সিক্স প্রো: টেকনোর পাশাপাশি চীনের কোম্পানি অনরও প্রতিনিয়ত নতুন স্মার্টফোন বাজারজাত করছে। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে ম্যাজিক সিক্স প্রো উন্মোচন করেছে কোম্পানিটি। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপ, ১২/১৬ জিবি র্যাম, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দেয়া হয়েছে। এছাড়া এতে ১২৮০x২৮০০ রেজল্যুশনের ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। ক্যামেরা হিসেবে পেছনে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৮০ মেগাপিক্সেলের টেলিফটো ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।
জিটিই নুবিয়া ফ্লিপ ফাইভজি: এমডব্লিউসিতে নুবিয়া ফ্লিপ ফাইভজি উন্মোচন করেছে জিটিই। কোম্পানির দাবি এটি খুবই গোছানো একটি স্মার্টফোন। ফ্রন্ট প্যানেলে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরার সঙ্গে থাকা বড় ডিসপ্লে উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানে সক্ষম। এতে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে।
শাওমি ফোরটিন আল্ট্রা: যারা সৃজনশীল কাজ করেন তাদের অন্যতম পছন্দের একটি স্মার্টফোস শাওমি ফোরটিন আল্ট্রা। এতে সনি এলওয়াইটি-৯০০ সিরিজের ১ ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ও শাওমির এআইএসপি নিউরাল চিপ রয়েছে। ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড সেটআপ।
টেকনো পোভা সিক্স প্রো ফাইভজি: ক্যামন থার্টি ছাড়াও পোভা সিক্স প্রো নামের আরেকটি ডিভাইস উন্মোচন করেছে টেকনো। এতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১০৮০x২৪৩৬ রেজল্যুশনের ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৮/১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে। সঙ্গে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়ানো যাবে। প্রসেসর হিসেবে সেলফোনটিতে রয়েছে ডাইমেনসিটি ৬০৮০।
জিটিই নুবিয়া মিউজিক: বিভিন্ন ফিচারের মধ্যে এবারের এমডব্লিউসিতে বড় স্পিকারের কারণে আকর্ষণের কেন্দ্রে রয়েছে জিটিই নুবিয়া মিউজিক। কোম্পানির দাবি, ডিভাইসটির স্পিকার ৬০০ শতাংশ বেশি জোরালো। এতে ডিটিএস এক্স সার্টিফিকেশন রয়েছে। এছাড়া এতে দুটি ৩ দশমিক ৫ মিলিমিটারেরে হেডফোন জ্যাক, পরিবর্তনযোগ্য কাস্টম এলইডি লাইট রিং রয়েছে।