বর্তমানে ফিচার ফোনের বিপরীতে টাচনির্ভর স্মার্টফোনের চাহিদা বেশি। যদিও স্মার্টফোনগুলোতে সাধারণত ভলিউম ও পাওয়ার বাটন থাকে। তবে সেই ধারণাকে পাল্টে দিবে বাহ্যিক বাটনবিহীন স্মার্টফোন তৈরি করছে শাওমি।
খবরে বলা হয়, প্রায় দেড় বছর আগে শাওমি একটি বাটনবিহীন ফোন নিয়ে কাজ ছিলো। ওই প্রকল্পের কোড নেম ‘ওয়াংশু’। ডিভাইসটিকে ব্র্যান্ডের প্রথম বাটনবিহীন মডেল হিসেবে ভাবা হয়েছিলো। এটি আর উন্মোচন করেনি কোম্পানিটি। তবে আবারও বাটনবিহীন ফোন বাজারে আনতে চাইছে শাওমি।
নতুন বাটনবিহীন স্মার্টফোনটির কোডনেম ‘ঝুবে’। ফোনটি শাওমির মিক্সড সিরিজের অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন মডেল ‘ওয়াংশু’র চেয়ে আরও উন্নত প্রযুক্তি ও বৈশিষ্ট্য নিয়ে আসবে।
বাটনবিহীন ফোনে থাকবে আধুনিক সেন্সর প্রযুক্তি, যা চোখের মুভমেন্ট এবং হাতের ইশারার মাধ্যমে ফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবে।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে বাটনবিহীন ফোনটি বাজারে আসতে পারে।