ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয়জনদের সাথে উপহার ভাগ করে নেওয়া। আর যখন সেই উপহার হয় একটি স্মার্টফোন, তখন আনন্দ হয়ে ওঠে আরও দিগুণ। প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো ভাগাভাগি করতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ঈদের আগেই ভিভো নিয়ে এসেছে এক বিশেষ উপহার। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনে তৈরি ভিভোর নতুন স্মার্টফোন, ভিভো ওয়াই২৯। যা এখন আপনার হাতের নাগালে।
প্রিয়জনকে উপহার দিতে কেন বেছে নিবেন ভিভো ওয়াই২৯ স্মার্টফোন? চলুন জেনে নেওয়া যাক এক ঝলকেই।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও চার্জিং ক্ষমতা
ভিভো ওয়াই২৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জ করলেই সহজেই কেটে যায় পুরো দিন। এমনকি এটি নিশ্চয়তা দেয় গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করার। একটানা ১৩ ঘণ্টারও বেশি সময় ফোন ব্যবহারের এবং ৪০ ঘণ্টারও বেশি সময় ভিডিও প্লেব্যাক করার ক্ষমতা রাখে ভিভো ওয়াই২৯। ফোনের ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে এর চার্জ হয়ে যায় খুবই দ্রুত। ফলে ব্যবহারকারীরা পান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা। এছাড়া ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স অতিরিক্ত গরম হওয়া থেকে ফোনটিকে রক্ষা করে।
শুধু তাই নয়, ৫ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করতে এতে রয়েছে উন্নত প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখে। পাশাপাশি ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৯২ মিনিট সময় নেয় এবং ব্যাটারি ব্যাকআপ প্রদান করে দুই দিন পর্যন্ত।
টেকসই ডিজাইন ও কোয়ালিটি
ডিজাইনের দিক থেকেও ভিভো ওয়াই২৯ দৃষ্টি আকর্ষণ করবে গ্রাহকদের। স্মার্টফোনটিতে অ্যান্টি–ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস ব্যবহারের কারণে এটি অত্যন্ত টেকসই। এমনকি দুর্ঘটনায় পড়ে গেলেও এ বৈশিষ্ট্য নিরাপদ রাখবে ফোনকে। এমন টেকসই ফিচারের জন্য ভিভো ওয়াই২৯ পেয়েছে এসজিএস ফাইভ–স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি–গ্রেড সার্টিফিকেশন।
এছাড়াও ভিভো ওয়াই২৯ এ প্রথমেই নজরে আসবে স্মার্টফোনটির মেটালিক হাই–গ্লস ফ্রেম এবং ছোট থ্রিডি প্লেট ডিজাইন, যা একদিকে স্টাইলিশ এবং অন্যদিকে আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুটি রঙে – “এলিগেন্ট হোয়াইট” এবং “নোবেল ব্রাউন”।
পারফরম্যান্স ও স্মুথ ডিসপ্লে
পারফরম্যান্সের দিক থেকে ভিভো ওয়াই২৯ স্মার্টফোনের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর নিশ্চিত করে দীর্ঘদিনের মসৃণ অভিজ্ঞতা। এটি গেমিং এবং মাল্টিটাস্কিংকে করে আরও মসৃণ। এর ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে ও ১০০০ নিটস ব্রাইটনেসের মত ফিচার এ ফোনকে আরও আকর্ষণীয় করে তুলে। কেননা এটি সরাসরি সূর্যের আলোতেও পরিষ্কার ভিজ্যুয়াল প্রদান করে। তাছাড়া এর টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশনের মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করে ফোনটি।
পাশাপাশি ভিভো ওয়াই২৯ এ রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যা ধুলাবালি-পানি থেকে ফোনকে সুরক্ষা করবে।
এদিকে ফোনটির ওজন মাত্র ২০৪ গ্রাম, যেখানে থিকনেস ৮.০৯ মিলিমিটার এবং রেজোলিউশন ১৬০৮ × ৭২০। কম ওজন ও থিকনেসের কারণে ভিভো ওয়াই২৯ নিয়ে চলাফেরা করতেও ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্যময়।
অডিও ও ক্যামেরা ফিচারস
ভিভো ওয়াই২৯ স্মার্টফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৪০০% অডিও বুস্টার, যার মাধ্যমে অভিজ্ঞতা পাওয়া যায় উন্নত সাউন্ড কোয়ালিটির। ক্যামেরার দিক থেকে অত্যাধুনিক এআই প্রযুক্তিসমৃদ্ধ ফিচারসহ ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বাজেট ফ্রেন্ডলি ভ্যারিয়েন্টস
ভিভোর অফিসিয়াল ই–স্টোর অথবা দেশের যে কোনো অথরাইজড শপে এ ফোন পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে। যার মধ্যে একটি হলো ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের, যার মূল্য ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভিভো ওয়াই২৯ স্মার্টফোন পাওয়া যাচ্ছে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ টাকায়।