কাস্টমার মিটআপের কথা যখন শুনলাম তখন কিছুই বুঝতে পারিনি। মনে মনে ভাবছিলাম এটা করে আসলে কি লাভ হবে।আর প্রথম দইওয়ালা ভাইয়ের মিটআপের কথা শুনলাম কিন্তু তখন আমি কাস্টমার হয়নি তাই যেতেও পারিনি।
অনেকের ছবি দেখলাম। মিটআপে সবাই একসাথে কত ভালো একটা সময় কাটাচ্ছে। মনে মনে ভাবলাম আমিও মিটআপে অংশগ্রহণ করবো কোন একদিন।
হঠাৎ সালমা নেহা আপুর শালের কাস্টোমার হয়ে গেলাম। কিন্তু ওখানেও যেতে পারবোনা। কারন আমি প্রথম বার কেনেছি। কিন্তু আপুর ৩ টা শালের অফারে সেই মিটআপে যাওয়ার সুযোগ টা আর হাতছাড়া করতে চাইনি।মিটআপে আমি যাবোই যাবো।
মিটআপে যাওয়ার আগ মুহূর্তে ভাবছিলাম কাউকে চিনিনা।কি করবো ওখানে।কিন্তু যাওয়ার পর আস্তে আস্তে জড়তা কাটিয়ে কথা বলতে শুরু করলাম।অনেক আপুর সাথে পরিচিত হতে পেরেছি। সবার আন্তরিকতা দেখে মনে হয় কতোদিনের চেনা জানা আমরা সবাই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন স্যার কে দেখলাম। স্যারের বক্তব্য শুনলাম। কাকলী আপু, জয়া আপু, নিগার আপু, কেয়া আপুর কথা শুনলাম। এ যেনো বিশাল এক পাওয়া।আর আমার প্রথম অভিজ্ঞতা।
পরবর্তীতে আরও মিটআপ হয়েছিল,কিন্তু আমি যেতে পারিনি কারন আমি তাদের কাস্টমার হয়নি। খুব খারাপ লেগেছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে যাবো।
মিটআপের অনেক প্রয়োজনীয়তা আছে। যেতে চাই আমি সবসময়। অনেক কিছু শেখা যায়। নিজের পরিচিতি বাড়ানো যায়।
লেখক
শান্তা ইসলাম
স্বত্বাধিকারীঃ Aster icon