সম্প্রতি যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট ‘ইবে’-তে অ্যাপল-১ বিক্রয় হবে এমন একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যেখানে ডিভাইসটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৭ লাখ ডলার।
স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক ১৯৭৬ সালে প্রথম অ্যাপল-১ তৈরি করেন। সে সময় কোনো পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস বা মনিটরের সঙ্গে অ্যাপল-১ বিক্রয় হতো না। সব কিছু আলাদাভাবে কিনে জোড়া দিতে হতো ক্রেতাদের।
অ্যাপল-১ সম্পর্কে বিক্রেতা জানিয়েছেন, ১৯৭৮ সালে প্রথম মালিকের কাছ থেকে এই কম্পিউটারটি তিনি কিনেছিলেন। কম্পিউটারটিতে মনিটরসহ কাস্টম উড কেস থাকায় এক বিন্দু ধুলা-ময়লা ভিতরে প্রবেশ করতে পারেনি। তাই তো ৪৩ বছর আগের কম্পিউটারটিতে এখনো কাজ করা যায়।
তিনি আরও জানান, পুরো বিশ্বে এ রকম কাস্টম উড কেসের অ্যাপল-১ আছে মাত্র ৬টি। এ কারণে এই কম্পিউটারের বিক্রয় মূল্যও বেশি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে কাস্টম উড কেসের অ্যাপল-১ এর আরেকটি মডেল ৮ লাখ ১৫ হাজার ডলারে বিক্রয় হয়েছিল।