বৈশ্বিক প্রযুক্তি খাতে ভারতীয়দের আধিপত্য বাড়ছে। গুগল ও মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি জায়ান্ট পরিচালিত হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নেতৃত্বে। শুধু এ দুই মার্কিন প্রতিষ্ঠানই নয়; বহুজাতিক একাধিক প্রযুক্তি জায়ান্টের শীর্ষ পদে ভারতীয়দের উপস্থিতি ক্রমে বাড়ছে। ভারতীয় বংশোদ্ভূত ১৭ টেক নির্বাহী নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—
সুন্দর পিচাই
২০১৪ সালের আগস্টে সার্চ জায়ান্ট গুগলের সিইওর দায়িত্ব পান সুন্দর পিচাই। ২০১৯ সালে গুগলের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের সিইওর দায়িত্বও পান তিনি। গুগলে দীর্ঘ ১৫ বছরের চাকরি জীবনে অ্যান্ড্রয়েড, ক্রোম ও ম্যাপসের মতো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন তিনি। সুন্দর পিচাই আইআইটি খড়গপুর থেকে প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি ও স্ট্যানফোর্ড থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া এমবিএ সম্পন্ন করেছিলেন।
সত্য নাদেলা
২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের সিইও হিসেবে সত্য নাদেলার নাম ঘোষণা করা হয়। ভারতের হায়দরাবাদে বেড়ে ওঠা সত্য নাদেলা মনিপাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের ডেভেলপার হিসেবে মাইক্রোসফটে যোগদান করেছিলেন তিনি।
শান্তনু নারায়ণ
মার্কিন বহুজাতিক কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি ইনকরপোরেশনের সিইও শান্তনু নারায়ণ। ১৯৯৮ সালে জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাডোবিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০০৫ সালে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ২০০৭ সালে সিইওর দায়িত্ব পান। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক শান্তনু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএম সম্পন্ন করেন। অ্যাডোবিতে যোগদানের আগে অ্যাপল ও সিলিকন গ্রাফিকস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেছিলেন।
অরবিন্দ কৃষ্ণ
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) সিইওর দায়িত্ব পান অরবিন্দ কৃষ্ণ। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুর থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। আইবিএমে দীর্ঘ তিন দশকের চাকরি জীবনে একাধিক জ্যেষ্ঠ পদে কাজ করেন।
রেভাতি অদ্বৈতী
বিশ্বের তৃতীয় বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা ফ্লেক্স লিমিটেডের সিইও। ২০১৯ সালে ফ্লেক্সে যোগদানের আগে তিনি একাধিক ইলেকট্রনিক কোম্পানি প্রেসিডেন্ট এবং সিওও হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন।
সূত্র: গ্যাজেটস নাউ