মানুষ স্বভাবতই স্বাভাবিক কোনো কিছুর মধ্যে নতুনত্ব খুঁজে পেতে চায়। বিগত কয়েক বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সাথে এতটাই সম্পৃক্ত হয়ে গিয়েছে যে মাঝেমধ্যে এটিকে একঘেয়েমি মনে হতে পারে।
এবং টেকনোলজির একঘেয়েমি আলোচনা কাটানোর জন্যই আমাদের এই আয়োজন ।
চলুন জেনে নেওয়া যাক টেক রিলেটেড কতগুলো অসাধারণ ফ্যাক্ট!
শিয়াল না পান্ডাঃ
আমাদের বহুল ব্যবহৃত একটি ব্রাউজার হল ফায়ারফক্স। অনেকের ধারণা ব্রাউজারের নাম ফায়ারফক্স হওয়ার ফলেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এর লোগো ডিজাইন করা হয়েছে। তবে জেনে অবাক হবেন ফায়ারফক্স ব্রাউজারের শিয়াল আকৃতির যে প্রাণীটি কে দেখতে পান সেটি মোটেও কোন শিয়াল নয় বরং এটি হলো রেড পান্ডা ।
ইন্টারনেট সেবা পায় না আমেরিকার জনগণঃ
আপনাদের আরেকটি ভ্যাবাচ্যাকা করা তথ্য দেই । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট এর হর্তাকর্তা দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী আমেরিকা ।কাগজে-কলমে দেখানো হয়েছে দেশটিতে ১০০% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তবে জেনে অবাক হবেন সম্প্রতি পরিচালনা করা বেসরকারি একটি পরিসংখ্যানে উঠে এসেছে ২০১৭ সাল অব্দি আমেরিকার ২.১ মিলিয়ন মানুষ এখনো অব্দি ইন্টারনেট সেবা পাচ্ছে না।
যারা কিনা এখনো dial-up সেবার ওপরই নির্ভর থাকছেন। এদের অধিকাংশ আমেরিকার গ্রামের বাসিন্দা যাদের কাছে ইন্টারনেট মানে সোনার হরিণ অথবা দুর্লভ কোন কিছু।
গুগলের ভুতুরে টুইটঃ
গুগল সম্পর্কে তো আমরা কত কিছুই না জানি। তাইনা? গুগলের রয়েছে একটি ঘটনাবহুল পথযাত্রা ।এবং হরেক রকমের ফানি ফ্যাক্ট তবে আপনি হয়তো জানেন না। গুগলের প্রথম টুইটটি ছিল একটি বাইনারি টুইট।
যেখানে বাইনারি ভাষার মাধ্যমে গুগোল কোন কিছু বুঝাতে চাইছিল। পরবর্তীতে ২০০৯ সালে ট্রান্সলেট করে জানা যায় এর ইংরেজি অর্থ “I am feeling lucky” অর্থাৎ আমি সৌভাগ্যবান অনুভব করছি।
অ্যাপেল এর লোগো তে নিউটনঃ
টেক জায়ান্ট অ্যাপল কোম্পানি তাদের সূদুর পথযাত্রার বিভিন্ন সময় প্রয়োজনের তাগিদে লোগো পরিবর্তন করেছেন। তবে আপনি কি জানেন?
অ্যাপেল কোম্পানির প্রথম লোগোটি দেখতে কেমন ছিল?
বর্তমান সময়ে আমরা অ্যাপেল কোম্পানির যে লোগোটি দেখে থাকি, সেটি অনেকাংশে বিবর্তিত হয়ে এ পর্যায়ে পৌঁছেছে। মূলত অ্যাপেলের প্রথম লোগোতে পদার্থবিদ নিউটনের আপেল খাওয়ার দৃশ্যটি চিত্রায়িত করা হয়েছিল। নিউটনের হাতে থাকা ওই আপেলটি বারবার বিবর্তিত হতে হতে বর্তমান সময়ে অ্যাপেল কোম্পানির লোগোটির রূপ ধারণ করেছে ।
নোকিয়া যখন টিস্যু পেপার বেচতোঃ
শুরুর দিকে স্মার্টফোন ব্র্যান্ড নোকিয়া ব্যবসার তাগিদে অনেক কিছুই করেছে। এই যেমন টেক গ্যাজেট বিক্রির পাশাপাশি টয়লেট টিস্যু বিক্রি, টায়ার বিক্রি, ডেভলপিং কম্পানি ,সিমেন্টের ব্যবসা ইত্যাদি।