আবার নাম নিয়ে তালগোল পাকিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার মুখে শোনা গেল, টিম অ্যাপল। গত বুধবার ওয়াশিংটনে এক সভায় এ নামেই অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুককে সম্বোধন করেছেন তিনি। খবর গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
হোয়াইট হাউজে আমেরিকান ওয়ার্কফোর্স পলিসি অ্যাডভাইজরি বোর্ডের সভায় ট্রাম্প এ তালগোল পাকান। শিক্ষা খাতে প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনায় এ সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শিল্প খাতে টিম কুকের অবদানের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প মুখ ফসকে তাকে ‘টিম অ্যাপল’ বলে সম্বোধন করেন।
ট্রাম্প বলেন, আপনি প্রকৃতপক্ষে আমাদের দেশে বড় বিনিয়োগ করেছেন। আমরা এর সাধুবাদ জানাই টিম অ্যাপল।
শীর্ষ নির্বাহীদের নাম নিয়ে ট্রাম্পের তালগোল পাকানোর ঘটনা এটাই প্রথম নয়। গত জানুয়ারিতে তিনি অ্যামাজনের সিইও জেফ বেজোসকে ‘জেফ বোজো’ নামে সম্বোধন করেন। ম্যাকেঞ্জির সঙ্গে বেজোসের ডিভোর্স নিয়ে এক টুইটে তিনি এ কাণ্ড ঘটান। এছাড়া গত বছর লকহিড মার্টিনের সিইও ম্যারিলিন হিউসনকে ট্রাম্প ‘ম্যারিলিন লকহিড’ নামে সম্বোধন করেন।
কুক অবশ্য ট্রাম্পের এ তালগোল পাকানোকে সুযোগ হিসেবে নিয়েছেন। ট্রাম্পের মুখ ফসকানোর একদিন পরই কুক তার টুইটার অ্যাকাউন্টের নাম পাল্টে দেন। তিনি টুইটার অ্যাকাউন্টের নামে টিম শব্দের পরে অ্যাপলের লোগো জুড়ে দেন, যেমন মনে হবে তিনি ‘টিম অ্যাপল’ বোঝাতে চেয়েছেন।
কুক প্রকাশ্যে এ পরিবর্তন ঘোষণা দেননি। তবে তার এ পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অবশ্য এতে নতুন বিপত্তিও ঘটেছে। কারণ অ্যাপলের লোগো শুধু আইফোন ও ম্যাক কম্পিউটারে স্পষ্ট বোঝা যায়। উইন্ডোজে ওই স্থানে কেবল কালো রঙের বর্গক্ষেত্র দেখা যায়। তাই কারো কারো কাছে মনে হতে পারে, কুক নিজের অ্যাকাউন্টের নাম পাল্টে ‘টিম স্কয়ার’ রেখেছেন। তবে এখন পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে কিছু বলেননি।