দেশে মোবাইলের ব্যবসা করা শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় এক বছরে নিজেদের অবস্থান করে নিয়েছে শাওমি।
আন্তর্জাতিক ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে মার্কেট শেয়ারের দিক থেকে দেশে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে দেশে শাওমির মার্কেট শেয়ার ৮ দশমিক ২ শতাংশ। আর এই উন্নতি হয়েছে মাত্র এক বছরে।
২০১৭ সালের চতুর্থ প্রান্তিক এবং ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রের দেখা মেলে।
দেখা যায়, ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে দেশে থাকা শীর্ষ পাঁচ মোবাইলের নির্মাতার ধারের কাছে ছিল না শাওমি। এক বছর যেতে না যেতেই ২০১৮ সালে হুয়াওয়ে স্যামসাংকে টপকে তৃতীয় অবস্থান দখলে নিয়েছে।
২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে মার্কেট শেয়ারের দিক থেকে প্রথম অবস্থানে ছিল দেশীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি, দ্বিতীয় অবস্থানে ট্র্যানশান, তৃতীয় অবস্থানে স্যামসাং, চতুর্থ অবস্থানে হুয়াওয়ে এবং পঞ্চম অবস্থানে ওয়ালটন। এক বছর শেষে অবস্থান পরিবর্তন হয় স্যামসাং, হুয়াওয়ে ও ওয়ালটনের। তবে সিম্ফনি এবং ট্র্যানশানের অবস্থান পূর্বের জায়গাতে থাকলেও সিম্ফনি হারিয়েছে ৬.৮ শতাংশ মার্কেট, ট্র্যানশান হারিয়েছে এক শতাংশ।