তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের নির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হলেন মেম্বারস ভয়েস প্যানেলের দলনেতা সুব্রত সরকার। নির্বাচনে সাত সদস্যের নির্বাহী কমিটিতে ‘মেম্বারস ভয়েস’ প্যানেলের চারজন নির্বাচিত হয়েছেন।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। আজ রাতেই নির্বাচিত সদস্যদের মধ্য থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির পদ বন্টন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—মো. রাশেদ আলী ভূঁঞা (ভাইস প্রেসিডেন্ট), মো. কামরুজ্জামান ভূঁইয়া (মহাসচিব), মো. নজরুল ইসলাম হেলালি (কোষাধ্যক্ষ) এবং ৩ জন পরিচালক হলেন—সমমনা প্যানেলের মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম ও মোশারফ হোসেন সুমন ।
ঘোষিত ফলে সমমনা প্যানেল থেকে ৩ এবং মেম্বারস ভয়েস প্যানেল থেকে ৪ জন বিজয়ী হন। বিজয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় মেম্বারস ভয়েস প্যানেল কমিটি গঠন করে। তবে সমমনা প্যানেলের দলনেতা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মোহাম্মদ জহিরুল ইসলাম সর্বোচ্চ ভোট (৮৮২) পান।
সংগঠনের ১ হাজার ৪৩৪ ভোটারের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দেন ১ হাজার ৩৪২ ভোটার। চারটি ভোট বাতিল হয়। রাতে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান শাফকাত হায়দার।
এর আগে, ৮০৪ ভোট পেয়ে মো. রাশেদ আলী ভূঁঞা, ৭৮৯ ভোট পেয়ে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনালের মো. নজরুল ইসলাম হেলালি, ৭৮৭ ভোট পেয়ে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, ৭৩৩ ভোট পেয়ে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, ৬৯২ ভোট পেয়ে মেম্বারস ভয়েস প্যানেলের দলনেতা সুব্রত সরকার এবং ৬৩৪ ভোট পেয়ে স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন নির্বাচিত হন।