গ্লোরিয়াস ই-কমার্স অব বাংলাদেশ গ্রুপ থেকে প্রায় অর্ধ শতাধিক এর বেশী উদ্যোক্তার অংশগ্রহণে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করা হয়। ২০১৪ সাল থেকে এদিনে নারী উদ্যোক্তা দিবস পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসারের জন্য এবং কিছু সফল নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার গল্প উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মাহফুজুল হক মুকুল। যার বাংলাদেশের প্রায় ৫০ টি জেলায় বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদা বানু।
বাংলাদেশের প্রথম লেজার চিকিৎসার উদ্যোক্তা, শিল্পী, সমাজ সেবক এবং ডাঃ ঝুমু জাহানারা খান। হাল ছেড়ো না বন্ধু এর প্রতিষ্ঠাতা, অভিনেত্রী, সমাজ সেবক ও ব্যবসায়ী চন্দা মাহজাবীন।
সম্মানিত বিশেষ অতিথিদের বক্তব্যের পর দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ডাঃঝুমু খান সংগীত পরিবেশনা করেন।এরপর অতিথিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়াও কেক কাটা, সংগীতায়োজন ও ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল Jafrin’s Fashion, কেক স্পন্সর ছিল বাহারি আহার, লোগো স্পন্সর হিসেবে ছিল Tran’s।