ঘুমানোর চাকরি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আবেদনকারীদের মধ্য থেকে মোট ২৪ জনকে চাকরি দেওয়া হবে। তাদের কাজ হবে নাসার গবেষণার অংশ হিসেবে ৬০ দিন গবেষণাগারের বিছানায় শুয়ে টিভি দেখা। এজন্য তাদের প্রত্যেককে বেতন হিসেবে দেওয়া হবে ১৮ হাজার ৫০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জার্মান এরোস্পেস সেন্টারে যৌথভাবে ‘আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি’ নামক একটি প্রজেক্ট চালু করতে যাচ্ছে। এই গবেষণার অংশ হতে আগ্রহী স্বেচ্ছাসেবক ব্যক্তিদের কৃত্রিম মধ্যাকর্ষণে প্রায় দুই মাস বিছানায় শুয়ে কাটাতে হবে।
এই গবেষণার মূল উদ্দেশ্য হলো, বিশেষভাবে নির্মিত কৃত্রিম মধ্যাকর্ষণ পরিবেশে দীর্ঘ সময় থাকার ফলে মানবদেহে কীরূপ প্রভাব পড়তে পারে এবং সেই সকল প্রভাবের প্রত্যক্ষ ও দীর্ঘমেয়াদে পরিণতি কী হতে পারে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।
নাসা প্রথমবারের মতো এ ধরনের গবেষণা পরিচালনা করতে চলেছে। আর এই গবেষণা অংশ হিসাবে ২৪ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ১২ জন পুরুষ এবং ১২ জন মহিলা স্বেচ্ছাসেবকের খোঁজ করা হচ্ছে। এই চাকরির আবেদন করতে হলে জার্মান ভাষা জানা থাকতে হবে।
গবেষণা চলাকালীন সময় ২ মাস বিছানায় শুয়েই খাওয়া-দাওয়া এবং সমস্ত প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করতে হবে। কোনো ধরনের নড়াচড়া করা চলবে না।