আজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে ক্রিকেট ভক্ত। টেলিভিশনে লাইভ খেলা উপভোগ করার মাধ্যম রয়েছে চারটি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন, গাজি টেলিভিশন ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়াও অনলাইনেও লাইভ খেলা উপভোগের সুযোগ রয়েছে। অনেকেই হয়তো লাইভ খেলা উপভোগ করার বিভিন্ন লিংক খুঁজে বেড়াচ্ছেন।
তাদের সুবিধার্থে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলা লাইভ দেখার কয়েকটি লিংক তুলে ধরা হলো এ লেখায়
র্যাবিটহোলবিডি
বাংলাদেশি স্ট্রিমিং সার্ভিস র?্যাবিটহোলবিডি এবারের বিশ্বকাপ ক্রিকেট সরাসরি সম্প্রচার করছে। আপনি তাদের www.rabbitholebd.com/ গিয়ে অথবা মোবাইলে তাদের https://bit.ly/2WkbLao ঠিকানা থেকে ডাউনলোড করে খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া ইউটিউবেও র?্যাবিটহোল চ্যানেলে লাইভ বিশ্বকাপ ক্রিকেট খেলা উপভোগ করতে পারেন। র?্যাবিটহোলের ইউটিউব চ্যানেল থেকেও খেলা দেখা যাবে।
বায়োস্কোপ
বায়োস্কোপেও বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখা যাবে। এজন্য https://bit.ly/2IqyQhD এই ঠিকানায় ভিজিট করতে হবে।
মাছরাঙা টিভি অ্যাপ
টেলিভিশনের পাশাপাশি মাছরাঙা টিভি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে মোবাইলে খেলা দেখতে পারেন। https://bit.ly/2HPX4TE এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
হটস্টার
ভারতের স্টার নেটওয়ার্কের নিজস্ব স্ট্রিমিং সার্ভিস হটস্টার থেকে সরাসরি বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারবেন। তবে হটস্টার অফিসিয়ালি বাংলাদেশে সাপোর্টেড না হওয়ায় ভিপিএন ব্যবহার করতে হবে। তাদের www.hotstar.com ঠিকানা অথবা https://bit.ly/1yZASNr ঠিকানার মাধ্যমে খেলা দেখা যাবে।