হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০-তে গুগলের অ্যান্ড্রয়েডের বদলে নিজস্ব হারমোনিওএস অপারেটিং সিস্টেম আনা হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভোক্তা ব্যবসা বিভাগের প্রধান রিচার্ড ইউ।
এক সাক্ষাৎকারে ইউ বলেন, মার্কিন সরকারের সঙ্গে অবস্থার উন্নতি না হলে তারা হারমোনিওএস ব্যবহার করা শুরু করবেন।
ইউ আরও বলেন, হারমোনিওএস এখন স্মার্টফোনের জন্য প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থার উন্নতি হয় কিনা দেখার জন্য তারা অপেক্ষা করছেন।
হারমোনিওএস-এর পাশাপাশি ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং রোবোটিকস খাতে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে নিজস্ব কিরিন প্রসেসর বিক্রির কথাও ভাবছে হুয়াওয়ে।
সম্প্রতি আইএফএ ২০১৯-এ কিরিন ৯৯০ ফ্ল্যাগশিপ প্রসেসর উন্মোচন করেছে হুয়াওয়ে। এই প্রসেসরটিতে বিল্ট-ইন রয়েছে ৫জি মডেম।
কিরিন ৯৯০ (৫জি) এমন প্রথম প্রসেসর যাতে ফুল-ফ্রিকোয়েন্সির ৫জি এসওসি রয়েছে যা নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) এবং স্ট্যান্ডঅ্যালোন (এসএ) উভয় আর্কিটেকচারই সমর্থন করে। ফলে বিস্তৃত নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক মোডে কাজ করবে প্রসেসরটি।