প্রযুক্তি দুনিয়ায় এবছর স্যামসাংয়ের আলোচিত স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড বিশ্বব্যাপী ক্রেতাদের নজর কেড়েছে। স্মার্টফোনের বাজারে একটি ভিন্নধর্মী অভিনব ডিজাইনের এই ফোনটি রীতিমত স্মার্টফোন প্রেমীদের চমকে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়!
মঙ্গলবার (২৯ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসাং ডেভেলপার সম্মেলনে নতুন ভঙ্গির ফোল্ডিং ফোনের ডিজাইন অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সংক্ষিপ্ত টিজার ভিডিওতে দেখা যায়, নতুন ফোল্ডেবল ফোনটি গ্যালাক্সি ফোল্ডের তুলনায় ছোট এবং এটি মাঝখান থেকে ভাঁজ করা যাবে। যা অনেকটা মটোরোলার নতুন মটো রেজার কিংবা আগের ফোল্ডিং ফোনের মতো।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। বিশেষ ফিচার হিসেবে এতে দুইটি ব্যটারি ব্যবহৃত হতে পারে। একটি ৯০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং অন্যটি কত হবে তা জানা যায়নি।
চলতি বছরেই বাজারে আসতে পারে স্যামসাংয়ের নতুন ফোল্ড স্মার্টফোনটি। তবে এর বাজারমূল্য কত হবে তা জানা যায়নি। সূত্র: জিসমোচীনা