অ্যামাজনের সিয়াটল অফিসের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, “পর্যবেক্ষণে রাখা ওই কর্মীকে আমরা সমর্থন দিচ্ছি। সিয়াটলে অ্যামাজনের ব্রাজিল অফিস ভবনে কাজ করতেন ওই কর্মী।”
গুগল ম্যাপস সার্চে দেখা গেছে, অ্যামাজনের এই কার্যালয়টি সিয়াটলে নয় নম্বর অ্যাভিনিউয়ে। আর, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সাত নম্বর এভিনিউয়ে।
কর্মীদেরকে মেমোর মাধ্যমে বিষয়টি জানিয়েছে অ্যামাজন। এতে উল্লেখ ছিল, “শরীর খারাপ করায় ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার ওই কর্মী বাড়ি চলে যান এবং তারপর থেকে আর অ্যামাজন কার্যালয়ে আসেননি।”
“ওই কর্মীর সঙ্গে যারা কাছাকাছি কাজ করেছেন আমরা তাদেরকে সতর্ক করেছি। যারা ওই কর্মীর সঙ্গে নিকটে কাজ করেননি তাদের দেহে রোগ ছড়ানোর আশঙ্কা কম।”
যেসব কর্মী করোনাভাইরাসের মতো লক্ষণ অনুভব করছেন তাদেরকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যামাজন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনেই সবচেয়ে বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একদিনেই সেখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিলো নয় জন। এ যাবৎ এই অঙ্গরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন, ২৩১ জন পর্যবেক্ষণে আছেন- জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
আগের সপ্তাহে গুগলের পক্ষ থেকে বলা হয়, তাদের সুইজারল্যান্ডের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।