হোন্ডা নিজেদের নতুন ম্যাক্সি স্কুটার ফরজা ৩৫০ লঞ্চ করলো। আপাতত কোম্পানি এই নতুন স্কুটার থাইল্যান্ডে লঞ্চ করেছে। হোন্ডা ফরজা ৩৫০ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেগুলি হল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট এবং টুরিং ভ্যারিয়েন্ট।
আসুন জেনে নেওয়া যাক ফরজা ৩৫০ স্কুটারের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।
লুক এবং ডিজাইন –
কিছুদিন আগেই হোন্ডা ভারতীয় বাজারে তাদের ফরজা ৩০০ ম্যাক্সি স্কুটারের ৪টি ইউনিট লঞ্চ করেছিল। এবারে হোন্ডা এর আপগ্রেড ভার্সন ফরজা ৩৫০ লঞ্চ করেছে। নতুন ফরজা স্কুটার আগের ভার্সনের মতোই কিছুটা দেখতে, তবে এটি আরও কয়েকটি নতুন রঙে এসেছে। সামনের দিক থেকে দেখতে গেলে এই স্কুটারটি অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া আপনারা এই স্কুটারে লম্বা হুইল বেস এবং স্টেপ করা সিট পাবেন। ওজনে এই স্কুটার ১৮৫ কিলোগ্রামের এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১১.৭ লিটার। এই স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৭ মিলিমিটার এবং সিট এর উচ্চতা ৭৮০ মিলিমিটার দেওয়া হয়েছে।
ইঞ্জিন –
ফরজা ৩৫০ স্কুটারে ৩২৯.৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪ ভালভ লিকুইড কুলিং ইঞ্জিন সিস্টেম দেওয়া হয়েছে। এই নতুন স্কুটারের ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক ডিটেল এখনো পাওয়া যায়নি। তবে এর আগের ভার্সন এর স্কুটার টি ২৭৯ সিসি ইঞ্জিনে ২৫.১ hp পাওয়ার এবং ২৭.২ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারত। মনে করা হচ্ছে নতুন স্কুটার টি আগের ভার্সনের স্কুটার এর থেকে বেশি পাওয়ার এবং টর্ক জেনারেট করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি, নতুন আকর্ষণীয় ফিচার হিসেবে এই স্কুটারে আপনারা পাবেন সিভিটি ট্রানস্মিশন।
সাসপেনশন এবং ব্রেক –
এই নতুন ফরজা ৩৫০ স্কুটারে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন অ্যাডজাস্টেবল শক ব্রেক দেওয়া হয়েছে। এই স্কুটারে ১৫ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ১৪ ইঞ্চির রিয়ার হুইল দেওয়া হয়েছে। স্কুটারে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া হয়েছে যার মাধ্যমে দুটি চাকা ডিস্ক ব্রেকের সঙ্গে কানেক্টেড।
অতিরিক্ত ফিচার –
এই নতুন স্কুটারে ইলেকট্রিক অ্যাডজাস্টেবল উইন্ড স্ক্রীন দেওয়া হয়েছে। এছাড়া এই স্কুটারে এলইডি হেডলাইট, কিলেস ইগনিশন, ডিজি অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং ইউএসবি চার্জার পোর্ট দেওয়া হয়েছে। আপনারা এই স্কুটারে আপনার মোবাইল ফোন রাখার জন্য নির্দিষ্ট জায়গা পেয়ে যাবেন। সাথে, এই স্কুটারের সিটের নিচে একটি বড় ফাঁকা জায়গা দেওয়া হয়েছে, যেখানে আপনারা দুটি হেলমেট রাখতে পারবেন।
লঞ্চের তারিখ –
এই নতুন হোন্ডা ফরজা ৩৫০ স্কুটার টি আপাতত থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে। তবে, কিছুদিন আগে হোন্ডা জানিয়েছিল , যে তারা তাদের Forza 300 সিরিজের স্কুটারের BS6 ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে আগামী ২০২১ সালে। তাই এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে, ভারতে ফরজা ৩৫০ লঞ্চ করা হবে নাকি ফরজা ৩০০ এর BS6 ভার্সন আসবে।
দাম –
এই নতুন স্কুটার ফরজা ৩৫০ এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম রাখা হয়েছে ১,৭৩,৫০০ বাহট ( থাইল্যান্ডের মুদ্রা )। অর্থাৎ ভারতীয় টাকায় এই দাম ৪.১৬ লক্ষের কাছাকাছি। অন্যদিকে এই স্কুটারের টুরিং ভার্সন এর দাম ১,৮২,৯০০ বাহট , যা ভারতীয় মুদ্রায় ৪.৩৫ লক্ষের কাছাকাছি।