ওয়ানপ্লাস কথাটা শুনলেই মনে হয় ফ্ল্যাগশিপ ফোনের কথা। হ্যাঁ, আসলে ওয়ানপ্লাস সবসময় ফ্ল্যাগশিপ ফোনের জন্য বিখ্যাত পেয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ান প্লাস ৮টি। তারা সর্বশেষ লঞ্চ করেছিল ওয়ান প্লাস এইট। যা মোবাইল মার্কেটে অনেক সাড়া ফেলেছিল। তাই এবার তারা লঞ্চ করতে চলেছে ওয়ান প্লাস ৮টি।
তো চলুন জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে ওয়ানপ্লাস ৮টি।
শুরুতেই কথা বলা যাক এর বডি নিয়ে। মোবাইলটির বডি ডাইমেনশন ১৬২.৮×৭৫.৫×৮.৪মিলি মিটার। মোবাইলটির ওজন মাত্র ১৮০ গ্রাম। মোবাইলটির সামনেও পিছনে দেওয়া হয়েছে গ্লাস প্যানেল। এ গ্লাস প্যানেল কে রক্ষা করবে গরিলা গ্লাস ফাইভ। মোবাইলটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি করা হয়েছে।
মোবাইলটিতে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চির ফ্লুইড এমোলেড ডিসপ্লে ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেলস। ডিসপ্লেটির রেশিও ২০ঃ৯।পিপিআই ডেনসিটি ৪০২। ডিসপ্লেটি তে দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেটি এইচডিআর টেন প্লাস সাপোর্টেড। তাই এতে এইচডি রেজুলেশনে নেটফ্লিক্স স্ট্রিমিং করা যাবে। ডিসপ্লেটির প্রটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস ৫।
এবার কথা বলা যাক মোবাইলটির হার্ডওয়ার সেকশন নিয়ে। মোবাইলটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৮৬৫। এটা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৫০।
মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ এবং মোবাইলটি রান করবে অক্সিজেন ওএস ইলেভেনে। স্টুডেন্ট হিসেবে রয়েছে ১২৮জিবি রম ৮জিবি র্যাম,২৫৬জিবি রম ১২জিবি র্যাম। স্টোরেজ বাড়ানোর জন্য এখানে আলাদা কোন এসডি কার্ড স্লট দেয়া হয়নি।
মোবাইল ক্যারিয়ারে quad-core ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। মেইন ক্যামেরাটি হচ্ছে ৪৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। অপার ক্যামেরাগুলো হচ্ছে যথাক্রমে ১৬ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্র ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল depth সেন্সর। রিয়ার ক্যামেরা ফিচারস হিসেবে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ,এইচডিআর, প্যানোরামা। ভিডিও করা যাবে 4k-30/60fps,1080P-30/60/120/240fps। ভিডিওর ফিচারস হিসেবে রয়েছে Auto HDR,gyro EIS.মোবাইলটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। ভিডিও করা যাবে 1080P 30fps।
ওয়ানপ্লাস তাদের অন্যান্য সকল ফোনের মত এটিতেও দিয়েছে স্টেরিও স্পিকার। সিকিউরিটি হিসেবে এতে পাওয়া যাচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। মোবাইলটিতে রয়েছে ডুয়েল ব্যান্ড জিপিএস। ব্লুটুথ রয়েছে ৫.১। ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি। মোবাইলটি ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টেড। মোবাইলটি বাজারে পাওয়া যেতে পারে ৪টি কালারে।কালার গুলো হচ্ছে onxy black,Glacial green,Interstellar Glow,Polar Silver। মোবাইলের দাম সম্পর্কে ওয়ানপ্লাস কোন কিছু বলে নাই।