লাভা মোবাইল সাধারণত ভারতের বহুল পরিচিত মোবাইল। এই মোবাইলটির বাটন ফোনগুলো অধিক জনপ্রিয়তা পেয়েছে। লাভা মোবাইলের এবার নতুন সংযোজন করা হল লাভা জেড ২ এর। চলুন দেখে আসি এই লো বাজেটের ফোনে কেমন ফিচার দেওয়া হয়েছে।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫১ ইঞ্চি বিশিষ্ট এইচডি+ ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। স্ক্রিন টু বডির অনুপাত হবে ৮২.১ শতাংশ।
বডিঃ
এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৫X৭৫.৮X৯.০ মিলিমিটার। লাল এবং নীল রঙ এ পাওয়া যাবে এই মোবাইলটি। উক্ত ফোনটির সামনে গরিলা গ্লাস ৩, প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম দিয়ে তৈরী করা হয়েছে। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম।
হার্ডওয়্যার:
লাভা জেড ২ এর চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৫ । সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপি ইউ থাকছে পাওয়ার ভি আর জি ই ৮৩২০। এই ফোনটিতে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ফোন স্টোরেজ। উক্ত ফোনটিতে হাই রেজুলেশনের গেম খেলা এবং হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করা যাবে খুব সহজে। টিকটক করার জন্য এই মোবাইলটি হবে সেরা। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। মোবাইলটি ৪জি বিশিষ্ট হবে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট,
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। লাভা জেড ২ এ দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী এবং ফাস্ট চার্জের সুবিধা ও মিলবে এখানে।
ক্যামেরাঃ
লাভা জেড ২ তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং সাথে থাকছে এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেল এর।
লাভা জেড ২ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৬,৯৯৯ রুপী। লো বাজেটের ফোন অনুযায়ী ফোনটির ফিচার আমার ভালই লেগেছে।