চিপস্বল্পতার কারণে বিভিন্ন শিল্পে যে অস্থিরতা দেখা দিয়েছে তা শিগগিরই কেটে যাবে। এমন আশাবাদ কোয়ালকমের সিইও স্টিভ মলেনকফের।
গত শনিবার বেইজিংয়ে আয়োজিত চায়না ডেভেলপমেন্ট ফোরামে এক ভিডিও বক্তৃতায় তিনি বলেন, অগ্রসর প্রযুক্তি ব্যবহার করে কিছু কিছু সেগমেন্টে সংকট প্রশমন করা যাবে। এছাড়া উদ্ভাবনমুখী প্রযুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক সহযোগিতা দেখা যাবে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোয় চিপের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে প্যানিক বায়িং। এছাড়া করোনা মহামারীর কারণে সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটায় নির্মাণ ব্যয় বেড়ে গেছে। রয়টার্স