ভবিষ্যতে কোনো এক সময়ে স্থিরচিত্রের গুণগতমানের দিক থেকে স্মার্টফোন ডিএসএলআর ক্যামেরার জায়গা দখলে নেয়ার বিষয়টিকে নির্দেশ করেছেন শিমিজু। ছবির রেজল্যুশন বা গুণগত মানের দিক থেকে একটা সময় ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরার জায়গা দখলে নেবে স্মার্টফোন। শিমিজুর তথ্যানুযায়ী, ২০২৪ সাল নাগাদ এ পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসতে পারে।
দ্য ডেস্ক প্রকাশিত এক প্রতিবেদনে সনি সেমিকন্ডাক্টর সলিউশনসের প্রেসিডেন্ট তেরুশি শিমিজুর বক্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, সামনের বছরগুলোয় আধুনিক স্মার্টফোনগুলোর ইমেজ কোয়ালিটি বা ছবির রেজল্যুশন ডিএসএলআর ক্যামেরাকে ছাড়িয়ে যাবে।
প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান নির্বাহী আরো বলেন, ২০১৯ সালে বলা হয়েছিল, স্মার্টফোনের ব্যাটারি, ডিসপ্লে ও ক্যামেরায় যুগান্তকারী পরিবর্তন আসবে। ব্যাটারি ও ডিসপ্লেতে সে রকম কোনো পরিবর্তন না এলেও ক্যামেরার উন্নয়নে এখনো আশা রয়েছে।
চ্যানেল নিউজের অন্য প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যামসাং, সনি থেকে শুরু করে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামেরা প্রযুক্তির উন্নয়নে বড় বড় পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে। দুটি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে থাকা ক্যামেরার সেন্সর ও ছবির মানোন্নয়নে বড় বিনিয়োগ করেছে। সনি এরই মধ্যে দুই লেয়ারের ট্রানজিস্টর পিক্সেল প্রযুক্তির বিষয়ে আলোচনা করেছে। এটি ডিভাইসের বিভিন্ন কার্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি কম আলোয় ছবি তোলার ক্ষেত্রে নয়েজ বা দূষণের পরিমাণ কমাতে সাহায্য করবে।