গ্রেডিয়েন্ট কালার ও ডিজাইন অনেকদিন ধরেই ফ্যাশনে আধিপত্য বজায় রেখে চলেছে। এ কালার ও ডিজাইন আমাদের প্রতিদিনকার লাইফস্টাইলের সাথে মিশে গেছে এবং আমাদের ফ্যাশনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, গ্রেডিয়েন্ট রঙের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। এর কারণ হলো রঙের পরিবর্তনের মাধ্যমে পাওয়া ব্যতিক্রমী বিষয়টি ফ্যাশনপ্রেমী মানুষদের ভিন্ন অনুভূতি পেতে এবং তাদের স্বকীয়তার বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে।
গ্রেডিয়েন্ট রঙের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উজ্জ্বল রঙকেই বেছে নেয়। বিশেষ করে, শরতের মতো শান্ত এবং নৈশব্দিক ঋতুতে গোলাপী, সবুজ বা সোনালির মতো উজ্জ্বল রঙগুলো সহজেই চোখ ধাঁধিয়ে দেয়। ঋতুর পালাবদলে বছর ঘুরে এখন শরতের আগমন ঘটেছে। এ ঋতুতে চারদিকে বিরাজমান থাকে গোলাপী আভা সহ নীল আকাশ, চারপাশে নির্মল সাদা মেঘ ভেসে বেড়ায় এবং গোলাপী ফুলের পাপড়ি সহ সুন্দর কাশফুল ফোটে। এ সব বিষয় মানুষ নতুন করে মানুষের আগ্রহ জাগাতে এবং তাদের ফ্যাশনকে নতুন মাত্রা যোগ করতে উৎসাহিত করে। এ কারণেই ফ্যাশন ডিজাইনার থেকে স্মার্টফোন প্রস্তুকারী প্রতিষ্ঠানগুলো শরৎকালে ডিজাইনে গ্রেডিয়েন্ট কালারকে প্রাধান্য দেয়, যাতে ব্যবহারকারীরা শরতে প্রাণবন্ত অনুভব করেন এবং এ ঋতু থেকে অনুপ্রাণিত হন।
মানুষকে অনুপ্রেরণা দিতে এবং নিজেদের নতুন করে খুঁজে পেতে ভূমিকা রাখতে বিশ্বাস করে অপো। আর এর জন্য শরতের চেয়ে ভালো ঋতু যেনো কমই আছে। এ ঋতু এমন একটি ঋতু, যা থেকে মানুষ আরও ব্যক্তিত্বপূর্ণ এবং চমৎকার লুক তৈরিতে প্রকৃতি থেকে অনুপ্রেরণা পান। ফ্যাশন-সচেতন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনে বাড়তি মাত্রা যোগ করতে অপো সম্প্রতি পুমা’র সাথে অংশীদারিত্ব করেছে, যাতে তারা তাদের মাঝে মাল্টিভার্স খুঁজে পেতে পারেন এবং এ ঋতুতে নিজেদের জন্য আরও আকর্ষণীয় এবং ব্যতিক্রমী লুকে নিজেদের তুলে ধরতে পারেন।
এক্ষেত্রে, অনুপ্রেরণা হতে পারে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফ্যাশন ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে সাকিব অপো এফ২১এস প্রো ডিভাইসে তার সিগনেচার এস#৭৫ কালার নিয়ে এসেছে। অপো এফ২১এস প্রো শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে। নতুন এস#৭৫ এ গোলাপী, সবুজ ও সোনালী সহ আরো অনেক কালার শেড (ধরন) রয়েছে। রঙের এ ধরনগুলো যে কোন প্রযুক্তিপ্রেমী ও ফ্যাশন সচেতন মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করেব। অপো’র সিগনেচার অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে অপো এফ২১এস প্রো-তে রঙের ম্যাজিকাল কম্বিনেশন নিয়ে আসা হয়েছে। অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্র্যান্ডটির নিজস্ব বিশেষায়িত উৎপাদন পদ্ধতি, যা অপো এফ২১এস প্রো’র পেছনের অংশে বিভিন্ন রঙের আবহ নিয়ে আসে। এস#৭৫ এর প্রতিটি রঙ সাকিবকে যে বিষয়গুলো অনুপ্রাণিত করে সে বিষয়গুলোকে প্রতিফলিত করে। যেমন: প্রশিক্ষণ মাঠের সবুজ রঙ, ট্রফি’র সোনালী রঙ ও ফ্যানদের ভালোবাসা থেকে পাওয়া গোলাপী রঙের শেড এর সমন্বয় সাকিবেরই গল্প। সাকিবের মতোই প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীও তাদের নিজস্ব গল্প তৈরি করতে পারে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন।
এখনই আপনার নিকটস্থ অপো কিংবা পুমা স্টোরে ভিজিট করুন। এ স্টোরগুলোতে গেলেই এ শরতে আপনার ফ্যাশন কেমন হওয়া উচিত তা নিয়ে ধারণা লাভ করতে পারবেন; একইসঙ্গে অনুপ্রাণিত বোধ করবেন। পাশাপাশি, অপো এফ২১এস প্রো’র সাথে কোন রঙের পোশাকটি ভালো মানাবে তাও বুঝতে পারবেন।