চীনে স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে হংকং ও সাংহাইয়ে এ হ্যান্ডসেট আনুষ্ঠানিকভাবে ছাড়ার কথা ছিল। এজন্য মিডিয়া ইভেন্টের দিনও নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ করে কেন এ অনুষ্ঠান স্থগিত করা হলো, সে বিষয়ে কিছুই জানায়নি স্যামসাং। খবর ম্যাশেবল।
গ্যালাক্সি ফোল্ডের নমনীয় ডিসপ্লেতে গুরুতর ত্রুটির কথা প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যে চীনে উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল স্যামসাং। প্রযুক্তিবিষয়ক সাংবাদিকরা কোম্পানি থেকে পাওয়া নমুনা ফোন ব্যবহারের পর এ ত্রুটির কথা জানান। স্যামসাং কর্তৃপক্ষও স্বীকার করেছে, ১ হাজার ৯৮০ ডলার দামের এ হ্যান্ডসেটের বিষয়ে কিছু অভিযোগ তারা পেয়েছে।
২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের এ নতুন স্মার্টফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। সেটিও এখন অনিশ্চিত হয়ে গেল। যদিও স্যামসাং বলেছে, তারা নির্ধারিত তারিখেই বাজারে ছাড়বে।
ত্রুটির কারণে তিন বছর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট-৭ হ্যান্ডসেট বাজার থেকে উঠিয়ে নেয়া হয়েছিল। এরপর থেকে কোরীয় এ প্রযুুক্তি প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিভাগকে বেশ ধকল সামলাতে হচ্ছে। গ্যালাক্সি ফোল্ডের ওপর কোম্পানির সুনাম ও রাজস্ব অনেকখানিই নির্ভর করছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের নমুনা রিভিউ রিপোর্ট অনলাইনে প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। খুব দ্রুতই টুইটারে হ্যাশট্যাগ ‘ফোল্ডগেট’ ট্রেন্ডের শীর্ষে চলে আসে।
২০০৭ সালে অ্যাপলের আইফোনের পর স্যামসাংয়ের ফোল্ডিং বা ভাঁজযোগ্য এ হ্যান্ডসেটটি নিয়ে সেলফোনের বাজারে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের মেট এক্সের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাং আগেই পিছিয়ে গেল বলে মনে করছেন অনেকে।