ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ফোনের স্ক্রিন ভঙ্গুরতার অভিযোগ যাচাইয়ে পর্যবেক্ষকদের কাছে পাঠানো নমুনাগুলো ফেরত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস। ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠান স্থগিতের একদিন পরই এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে আসার আগে কিছু নমুনা প্রযুক্তি সাংবাদিকদের কাছে পাঠিয়েছিল স্যামসাং। পর্যবেক্ষকদের পর্যালোচনায় বলা হয়, এক থেকে দুদিন ব্যবহারের পরই ডিভাইসটির স্ক্রিন ভেঙে যাচ্ছে। ২৬ এপ্রিল ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠান সামনে রেখে এ পর্যালোচনা স্মার্টফোন নির্মাতা বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানটিকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করেছে। এ অবস্থার মধ্যেই তদন্তের জন্য সরবরাহ করা নমুনাগুলো ফেরত নিয়েছে স্যামসাং।
কী কারণে স্ক্রিন ভেঙে যাচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বের করার চেষ্টা করছে স্যামসাং। এ কারণে ফোল্ডেবল ডিভাইসের উন্মোচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। স্যামসাং জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ের পর ধারণা করা হচ্ছে, ডিভাইসটির সংযুক্তির (হিঞ্জেস) বাইরের অংশের কোনো সমস্যার কারণেই এমনটা হচ্ছে।
এ খবর প্রকাশের পর গতকাল সিউলে স্যামসাংয়ের শেয়ারদর দশমিক ৪ শতাংশ কমে যায়। এছাড়া প্রতিষ্ঠানটিকে হিঞ্জ বা সংযুক্তি সরবরাহকারী কেএইচ ভ্যাটেক কোম্পানি লিমিটেডের শেয়ারদর ৩ দশমিক ১ শতাংশ কমে যায়।