চাঁদের দক্ষিণ মেরুতে আকাশযান পাঠিয়ে সবার চেয়ে এগিয়ে গেল ভারত। সেখানে চালিয়েছে গবেষণা। কিন্তু ভারতের এসব তথ্য মিথ্যা বলে দাবি করেছে চীন। দেশটি বলছে, চাঁদের দক্ষিণ মেরুর যে অংশে ভারত যান পাঠানোর দাবি করছে, আদতে এর ধারেকাছেই যেতে পারেনি ভারত।
ভারতের দাবির ব্যাপারে গত সপ্তাহে চীনের বিজ্ঞানী ওউইয়াং লিইউআন বলেন, ‘চাঁদে অবতরণ করা ভারতের ল্যান্ডার নিয়ে দুইটি বিষয় জানিয়ে রাখা ভালো। প্রথমত, চাঁদের যে জায়গায় এটি অবতরণ করেছে বলে ভারত দাবি করছে, সেটি ভুল। দ্বিতীয়ত, চাঁদের দক্ষিণ মেরুতে ওয়াটার আইসের অস্তিত্ব নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে।’
ভারতের চন্দ্রযান–৩ চাঁদের দক্ষিণ মেরু থেকে ৬১৯ কিলোমিটার দূরে অবতরণ করেছে বলে চায়না সায়েন্স ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন চীনের বিজ্ঞানী ওউইয়াং লিইউআন।
এবার চীন ঘোষণা দিল, তারা সেখানে যাবে। আগামী বছর সেখানে মনুষ্যহীন মহাকাশযান পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে আসবে সেই যান। এমনটি হলে ভারত থেকে এগিয়ে যাবে দেশটি।
গত সপ্তাহে এসব তথ্য জানিয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ। এরই মধ্যে মহাকাশযানের নামও ঠিক হয়ে গেছে, চ্যাং’ই-৬। চাঁদে যাবে দেশটির স্যাটেলাইট কুইকিয়াও ২ বা ম্যাগপাই ব্রিজ ২।
সংবাদমাধ্যম এশিয়া টাইমস বলছে, সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে যান পাঠিয়েছে ভারত। চন্দ্রযান-৩ সেখানে গিয়ে করেছে গবেষণা। তবে চীন যেখানে যাবে, সেখানে এখনো কেউ যেতে পারেনি। ভারতকে তাই টপকাতে চাইছে দেশটি।
২০২৫ সালে চাঁদের এই অভিযান পরিচালনার কথা বলেছিল চীন। কিন্তু ভারতের তৎপরতা দেখে সময়টা আরও এগিয়ে এনেছে চীন। আর তেমনটি হলে চাঁদ নিয়ে কাড়াকাড়ি শুরু করতে যাচ্ছে চীন ও ভারত।