বাজারে আসার আগেই শাওমির মিক্স ফ্লিপ ফোল্ডেবল ডিভাইস নিয়ে গুঞ্জন চলছে। বিশেষ করে ডিভাইসটিতে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার থাকবে এমন আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে, স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার না থাকলেও এতে টেলিফটো ক্যামেরা ও বড় ব্যাটারি দেয়া হতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, শাওমির হালনাগাদ ফোল্ডেবল সেলফোন বেশ আকর্ষণীয়। তবে মিক্স ফ্লিপ ও মিক্স ফোল্ড ফোরে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার ব্যবহার করা হবে না। এর পরিবর্তে ডিভাইসগুলোয় টেলিফটো লেন্স ও বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
অন্যদিকে চীনের প্রযুক্তি কোম্পানিটি এর ফোল্ডেবল স্মার্টফোনের জন্য স্ক্রিন ইমেজ ব্যাটারি তৈরিতে কাজ করছে। যেটির মাধ্যমে দ্রুত চার্জ দেয়া যাবে। এর আগে চ্যাট স্টেশন জানায়, দুটি ডিভাইসেই কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হতে পারে।
নতুন তথ্য প্রকাশ্যে আসার আগে মিক্স ফ্লিপ ডিভাইসে স্যাটেলাইট কমিউনিকেশন থাকার বিষয়ে শক্ত ভিত্তি ছিল। প্রযুক্তিবিদদের মতে, এটি বাজারে আলাদা প্রভাব ফেলবে। কিন্তু সাম্প্রতিক তথ্যে ডিভাইসে স্যাটেলাইট ফিচার না থাকার কথা বলা হয়েছে। প্রযুক্তিগত সমস্যা, উৎপাদন ও বিক্রি মূল্যের মধ্যে তারতম্যসহ কোম্পানির কৌশলগত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়ও এখানে মুখ্য। তবে শাওমি মিক্স ফ্লিপে টেলিফটো ক্যামেরা দেয়া হবে বলে নতুন তথ্য জানা গেছে। এটি ডিভাইসের ফটোগ্রাফি সক্ষমতা আরো বাড়িয়ে তুলবে বলে অভিমত সংশ্লিষ্টদের।
অন্যদিকে ডিভাইসটিকে ব্যাকআপ দেয়ার জন্য বড় ব্যাটারি দেয়া হবে বলেও সূত্রে জানা গেছে। ফোল্ডেবলসহ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।