ফিচার কিংবা বার ফোন ছেড়ে স্মার্টফোন ব্যবহারে আগ্রহীদের জন্য সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এ২ কোর স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। ৭ হাজার ৫৯০ টাকা দামের নতুন ডিভাইসটি স্যামসাংয়ের সর্বাধিক বিক্রিত গ্যালাক্সি জে২ কোর স্মার্টফোনের পরবর্তী সংস্করণ হিসেবে আনা হয়েছে।
অ্যান্ড্রয়েড গো-চালিত গ্যালাক্সি এ২ কোর ডিভাইসটিতে ৫ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১ গিগাবাইট র্যামের হ্যান্ডসেটটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটির ব্যাটারি একবার ফুল চার্জে টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে। গ্যালাক্সি এ২ কোর স্মার্টফোনে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।
ডিভাইসটি বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য দারুণ একটি ডিভাইস হবে গ্যালাক্সি এ২ কোর। ডিভাইসটির আগের সংস্করণ গ্যালাক্সি জে২ কোর দেশের বাজারে সর্বাধিক বিক্রীত ফোনগুলোর একটি হওয়ার গৌরব অর্জন করেছিল। আশা করছি, গ্যালাক্সি এ২ কোর সে ধারাবাহিকতা বজায় রাখবে।