অধিকাংশ চীনা আইফোন ব্যবহারকারী তাদের দেশীয় ব্র্যান্ড হুয়াওয়ে ব্যবহার করতে শুরু করেছে। হুয়াওয়ের প্রতি ট্রাম্পের নিষধাজ্ঞার কয়েক সপ্তাহের মধ্যেই এমন সিন্ধান্ত নিল দেশটির অধিকাংশ নাগরিক।
ওয়াল স্ট্রিটের একজন বিশ্লেষক জিম সুভা জানিয়েছেন এর ফলে এই প্রতিষ্ঠানটির বার্ষিক লাভে বড় ধরনের ধ্বস নামবে। তিনি বলেন চীনে ২০২০ অর্থবছরে আইফোন রপ্তানি অর্ধেকে নেমে আসবে।বর্তমনে চিনে আইফোন ব্যবহার কারি অর্ধেকের নিচে চলে এসেছে । এখন যেখানে তাদের রপ্তানি ৩৩ মিলিয়ন ২০২০ সালে তা ১৬.৮ মিলিয়নে নেমে আসবে। এবং এর ফলে অ্যাপলের শেয়ারেও বড় ধরনের দর পতন ঘটবে, ১২.৯১ ডলার মূল্যের প্রত্যেকটি শেয়ারের দাম ১১.৪৯ ডলারে নেমে আসবে।
এর কারন যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে নিষিদ্ধ করার প্রতিশোধ হিসেবে তারা উল্লেখ করেন আইফোনের প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়া এবং তাদের দেশীয় ব্র্যান্ডের প্রতি ঝুঁকে পড়া। এর ফলে অ্যাপল এর বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুধুমাত্র গত মাসেই অ্যাপলের শেয়ারের মূল্য ১৪ শতাংশ পড়ে গেছে। উল্লেখ্য, সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের মধ্যে এটিই সবচেয়ে বড় দরপতন।
২০১৮ অর্থবছরে বৃহত্তর চীনে থেকে অ্যাপলের বিক্রি ছিল ৫১ বিলিয়ন ডলার। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা যদি বলবত থাকে তাহলে অ্যাপলের শেয়ারের দাম আরো ১৫ শতাংশ কমে যেতে পারে।
যেহেতু বৈশ্বিক অর্থনীতিতে এক দেশ অন্য দেশের সাথে যুক্ত তাই সামগ্রিক অর্থনীতির উন্নয়নের জন্য ট্রাম্পের এই নিষেধাজ্ঞা শিগ্রই উঠে যাবে বলে মনে করেন অ্যাপলের বিনিয়োগকারীরা।
চীনের অ্যাপলের জন্য অনেক বড় বাজার ফলে চিনে অ্যাপল নিষিদ্ধ হলে অ্যাপলের বড় ক্ষতি তো হবে, অন্যদিকে হুয়াওয়ের জন্য শুধু ইউএসে ব্যান হলে অন্যান্য বাজারগুলোতেও তাদের কিছুটা বিরূপ প্রভাব পড়বে।