সম্প্রতি পোকো এফ১ ফোনে নতুন সফটওয়্যার আপডেট পাঠিয়েছে শাওমি। এমআইইউআই ভি১০.৩.৫.০ আপডেটের হাত ধরে জনপ্রিয় এই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে।
এর সাথেই যোগ হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বাগ ফিক্স আর লক স্ক্রিনে যোগ হয়েছে নতুন কাস্টমাইজেশন। অন্য এক রিপোর্টে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাবেন পোকো এফ১ গ্রাহকরা।
গত বছর অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল পোকো এফ১। পরে এমআইইউআই ১০ এর হাত ধরে এই ফোনে অ্যান্ড্রয়েড পাই আপডেট পৌঁছেছিল।ট্যুইটারে মনমোহন জানিয়েছেন শিঘ্রই পোকো এফ১ ফোনে এমআইইউআই ভি১০.৩.৫.০ আপডেট পৌঁছাবে। এমআইইউআই ভি১০.৩.৫.০ আপডেটের সাইজ ৩৮৭ এমবি।
ট্যুইটারে প্রকাশিত স্ক্রিন শট থেকে জানা গিয়েছে এই আপডেটের হাত ধরে পোকো এফ১ ফোনে মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। একই সাথে লক স্ক্রিনে যোগ হচ্ছে নতুন কাস্টোমাইজেশন। যদিও থার্ড পার্টি থিম এর সাথে এই কাস্টোমাইজেশন কাজ করবে না।
নিজের পোকো এফ১ ফোনে Settings > About Phone > System Update এ গিয়ে এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করা যাবে। অন্য সব আপডেটের পমোই ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।নতুন সফটওয়্যার আপডেটের সাথেই পোকো এফ১ ফোনে অ্যান্ড্রয়েড কিউ আপডেট নিশ্চিত করেছে শাওমি। এছাড়াও জানানো হয়েছে শিঘ্রই পোকো এফ১ ফোনে এমআইইউআই ১১ আপডেট পৌঁছে যাবে।
গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল পোকো এফ১। এর পর একাধিক সফওয়্যার আপডেটে এই ফোনে পারফরমেন্স , ক্যামেরা সহ একাধিক উন্নতি হয়েছে।