রিয়েলমি এক্সটি কয়েকদিন আগেই বাজারে এসেছে এই ফোনটি হলো প্রথম ৬৪ মেগাপিক্সেল ফোন। এর আগে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে চীনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৮ প্রো। এই দুটো ফোন মিড বাজেট রেঞ্জে বাজারে এসেছে। আসুন রিয়েলমি এক্সটি ও রেডমি নোট ৮ প্রো এর মধ্যে স্পেসিফিকেশন ও দামের পার্থক্য জেনে নিই।
রিয়েলমি এক্সটি বনাম রেডমি নোট ৮প্রো: ডিসপ্লে ও ডিজাইন
রিয়েলমি এক্সটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি ওয়াটারড্রপ নচের সাথে এসেছে। ডিজাইনের কথা বললে এই ফোনের সামনে ও পিছনে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন আছে। এছাড়াও এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
থ্রিডি গ্লাসের সাথে রেডমি নোট ৮ প্রো ফোনে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৯। এই ফোনেরও সামনে ও পিছনে গোরিলা গ্লাস প্রোটেকশন আছে। তবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
রিয়েলমি এক্সটি বনাম রেডমি নোট ৮প্রো: প্রসেসর ও স্টোরেজ
রিয়েলমি এক্সটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর আছে। ফোনটির স্টোরেজের কথা বললে এতে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ স্টোরেজ রয়েছে।
রেডমি নোট ৮ প্রো ফোনে মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার দরুন আপনি হাই গ্রাফিক্সের গেম বিনা বাধায় খেলতে পারবেন। এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেগুলো হলো ৬ জিবি + ৬৪ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি+ ১২৮ জিবি ।
রিয়েলমি এক্সটি বনাম রেডমি নোট ৮প্রো: অপারেটিং সিস্টেম ও ব্যাটারি
রিয়েলমি এক্সটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ColorOS ৬ অপারেটিং সিস্টেমে চলে। এছাড়াও এই ফোনে পাবেন VOOC ৩.০ ফাস্ট চার্জিং যুক্ত ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ইউএসবি টাইপ সি পোর্ট।
রেডমি নোট ৮ প্রো ফোনে আছে কুইক চার্জও ৩.০ এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি । এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই বেসড MIUI 10 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে।
রিয়েলমি এক্সটি বনাম রেডমি নোট ৮প্রো: ক্যামেরা
রিয়েলমি এক্সটি ফোনের ক্যামেরার কথা বললে ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মূল আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GW1 সেন্সর। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রিয়েলমি এক্সটি ফোনে সোনি আইএমএক্স ৪৭১ সেন্সরের সাথে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
রেডমি নোট ৮ প্রো এর সব থেকে বড় আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে কোয়াড ক্যামেরা। এই ফোনের অন্যান্য ক্যামেরা গুলি হলো ১২০ ডিগ্রি আলট্রা এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরা ৯০ এফপিএস আলট্রা স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। এই ফোনে ২০ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা আছে।
রিয়েলমি এক্সটি বনাম রেডমি নোট ৮প্রো: দাম
রিয়েলমি এক্সটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটির ৪জিবি ভ্যারিয়েন্টের দাম ২২৫০০ টাকা । এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ।
চীনে রেডমি নোট ৮ প্রো ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেগুলো হলো ৬ জিবি + ৬৪ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি+ ১২৮ জিবি । এই ফোনটির ৪জিবি ভ্যারিয়েন্টের দাম ২৩,০০০ টাকা ।