বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো সম্প্রতি দেশের বাজারে এনেছে এফ সিরিজের নতুন স্মার্টফোন এফ১৫। স্লিম ডিজাইন ও শক্তিশালি পারফরমেন্স প্রদানের প্রয়াস নিয়ে অপো এই স্মার্টফোনটি বাজারে এনেছে।
স্লিম ডিজাইনের এই স্মার্টফোনটিতে আছে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল।
এর বডি টু স্ক্রিন রেশিও ৮৫.৫% হওয়ায় নেটফ্লিক্স কিংবা অন্যান্য ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখা যাবে আরও স্বাচ্ছন্দ্যে। স্মুথ পারফরমেন্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্মার্টফোনটিতে আছে হেলিও পি৭০ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস।
মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ২ মেগাপিক্সেলের ডেপথ এবং আর একটি ২ মেগাপিক্সেলের সেন্সর। বিষয়বস্তুর মধ্যের দূরত্ব নির্ণয় করা এই ক্যামেরার কাজ। এতে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
৪০২৫ মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি আছে এতে। অপো এফ১৫ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা চোখের পলকেই ফোন আনলক করতে সক্ষম।
ফোনটির পারফরমেন্স নিয়ে এবার কথা বলা যাক। এতে দীর্ঘসময় হাইএন্ড গেম খেলেও ল্যাগিংয়ের দেখা পাওয়া যায়নি। ফোন তেমন একটা গরমও হয়নি। অ্যানটুটু বেঞ্চমার্কেও বেশ ভালো স্কোর করেছে অপো এফ১৫।
প্রসেসর, গ্রাফিক্স এবং পারফরমেন্সের বিচারে অপো এফ১৫ স্কোর করেছে ১৩৭০০০ যা বাজারে থাকা একই বাজেটের অন্যান্য স্মার্টফোন থেকে বেশ এগিয়ে।
ফোনটির আকার একটু বড় হলেও এতে বেজেল খুবই কম। গেম খেলা, ওয়েব ব্রাউজিং করা বা ভিডিও দেখলেও একবার পূর্ণ চার্জে মোটামুটি এক দিন অনায়াসেই পেরিয়ে যায় কারণ এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
আর ভোক চার্জারের মাধ্যমে চার্জ হতেও সময় নেয় অল্প। স্মার্টফোনের নিচের দিকে একটি স্পিকার রয়েছে। অনুভূমিক পর্দায় (ল্যান্ডস্কেপ) গেম খেলার সময় সেটি হাতের আড়ালে ঢাকা পড়তে পারে।