চীনে ‘ফাইন্ড এক্স২’ নামে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো।নতুন ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স২ সিরিজের স্মার্টফোনগুলো ব্যবহারবারীদের দেবে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স। এ সিরিজের স্মার্টফোনগুলোতে থাকছে ৩কে রেজ্যুলেশনের কিউএইচডি প্লাস ডিসপ্লে যাতে থাকছে ১২০ হার্জ আল্ট্রা হাই রিপ্রেশ রেট যা নিশ্চিত করবে অসাধারণ অভিজ্ঞতা। কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বজুড়ে ঘোষিত লকডাউন শিথিল করা হচ্ছে অর্থনীতি সচল রাখতে। এ পরিস্থিতিতে ডিভাইসটি ভালো সাড়া ফেলবে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির।
আকর্ষণীয় ডিজাইনের অপো ফাইন্ড এক্স২-এর বিভিন্ন ফিচার, দাম ও স্পেসিফিকেশন
কাঠামো : অ্যালুমিনিয়াম কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৬.৭ী৭৪.২ী৯.৬ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম : ডুয়াল ন্যানো, ডুয়াল স্ট্যান্ডবাই
ডিসপ্লে :৬ দশমিক ৪২ ইঞ্চি অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৩৪০ পিক্সেল
ওএস: অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালারওএস ৭.০
চিপসেট : অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৪৫
মেমোরি কার্ড : স্লট নেই
র্যাম ও অভ্যন্তরীণ : ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ স্টোরেজ
রিয়ার ক্যামেরা : ১৬ ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল
ফ্রন্ট ক্যামেরা : পপ-আপ ২৫ মেগাপিক্সেলের ডুয়াল
কানেক্টিভিটি :ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ৩৭৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন