দীর্ঘকাল যাবত আমরা বিভিন্ন ধরনের বিদেশি ফোন কম্পানির ফোন সম্পর্কে রিভিউ প্রদান করেছি। সেগুলো কেমন পারফরম্যান্স করে তা সম্পর্কে আপনাদের কে অবগত করেছি ৷ তবে এবার সময় এসেছে দেশীয় ফোন গুলো নিয়ে রিভিউ করার৷ এবং দেশীয় ফোনের কথা বললে মাথায় আসে ওয়ালটন প্রিমো এইচ ৯ প্রো ৷ প্রায় এক মাস আগেও এই ফোনটার এক ধরনের বিশেষ জনপ্রিয়তা ছিল এবং বৈশিষ্ট্য ছিল৷ সেটি হচ্ছে এই ফোনটা মাত্র ৯৫০০ টাকায় আপনাকে অফার করছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রোম ৷
কিন্তু র্যাম রম ভালো হলেই কি আদৌ স্মার্টফোনগুলো ভালো পারফর্মেন্স করতে সক্ষম? এই আর্টিকেলের মূলত এই ফোনটির একটি ছোট্ট রিভিউ এবং স্পেসিফিকেশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
আনবক্সিং দিয়ে শুরু করা যাক!
অন্য ফোন গুলো আনবক্সিং করে আপনারা যারা যা যা পান এই ফোনের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি । তবে এই ফোনটিতে একটি স্ক্রিন প্রটেক্টর দেওয়া হয়েছে ৷ ব্যাপারটা বেশ ভাল লেগেছে!
ফোনটা হাতে নেওয়ার পর অধিকাংশ রিভিউয়ারদের দাবি তারা আইফোন ফাইভ সি এর এক ধরনের ফিলিংস অনুভব করেছেন। তবে যেহেতু আমার আইফোন ফাইভ সি এর ব্যাপারে তেমন কোন অভিজ্ঞতা নেই । সুতরাং এ বিষয়ে আমার বলার কিছু নেই । তবে এই ফোনটা হাতে নেওয়ার পর এক ধরনের প্রিমিয়াম ফিলিংস না আসলেও তার কাছাকাছি যাবে পাবেন আশা করি ৷
তবে আসলে ফোনটার ডিজাইনের সাথে এর ডিসপ্লে তেমন যাচ্ছিল না । তবে এই বাজেটের ফোনের ক্ষেত্রে কথাটা বলা অযৌক্তিক হবে ৷ এই বাজাটে এই ফোন এর ডিসপ্লে আমার মতে খারাপ না ।
পাওয়ার বাটন এবং ভলিউম বাটন একসাথে থাকছে ফোনের ডান পাশে । সত্তিকারের কথা বলতে পাওয়ার বাটনে আঙ্গুল থাকাকালীন তা আপনা আপনি চলে যাচ্ছিল পেছনের ফিঙ্গারপ্রিন্ট এর কাছে৷ নিচের দিকে থাকছে type-c পোর্ট , সাথে স্পিকার এবং মাইক্রোফোন৷
অপরদিকে থাকছে একটি ইয়ারফোন জ্যাক এবং স্ক্রিনের উপরে থাকছে ইউ আকারের ক্যামেরা কাট৷ পেছনের দিকে থাকছে তিনটে ক্যামেরা৷ প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং তার পরে রয়েছে ৫ মেগাপিক্সেলের এবং ০.৩ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা৷
প্রাইমারি ক্যামেরা পারফরম্যান্স ছিল মোটামুটি ৷ তবে ডে লাইটে যথেষ্ট ভালো ছবি আসছিল ৷ আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে ছবির পারফরম্যান্স বেশ ভালই আসবে।
ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা৷ ক্যামেরার পারফরম্যান্স মোটামুটি ছিল৷
এবার আসা যাক ডিসপ্লের ব্যাপারে!
এইফোনটিতে থাকছে সিক্স ৬.১ ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে রেশিও ১৯:৯ রেজুলেশন এইচডি প্লাস৷ অর্থাৎ ১৬৩৮×৪৭৮ পিক্সেল।
ডিসপ্লে কোয়ালিটি আর দশটা বাজেট ফোনের মতোই ছিল। অতিরিক্ত সানলাইটে আপনাকে ফুল ব্রাইটনেস ফোন চালাতে হবে।
জেনে অবাক হবেন এই ফোনটা মাত্র ৯৫০০ টাকায় আপনাকে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রোম দিচ্ছে। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ এক ধরনের কৌতুহল কাজ করে৷ আমাদের দেশের মানুষের ক্ষেত্রে এক ধরনের ধারণা রয়েছে, সেটি হচ্ছে এই, ফোনের রেম যত বেশি হবে ফোন নিশ্চয়ই তত ভালো হবে ৷ তবে ব্যাপারটা আদোও তেমন নয় । র্যামের পাশাপাশি অবশ্যই সফটওয়্যার অপটিমাইজেশন, চিপসেট ইত্যাদি ব্যাপার নজরে রাখতে হবে৷ তাই বলে ব্যাপারটা এই নাচে র্যাম ও রোমের কোনো গুরুত্বই নেই।
বাংলাদেশি মূল্য ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৫০০ টাকা