এন্ট্রি লেভেল এর স্মার্টফোন হিসেবে টেকনো ফোন এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি টেকনো ইন্ডিয়াতে লঞ্চ করেছে ব্র্যান্ডনিউ স্মার্টফোন টেকনো পোভা। এই ফোনটিতে থাকছে ৬.৮ ইঞ্চি এর বিশাল ডিসপ্লে, হেলিও জি৮০ গেমিং প্রসেসর। এবং থাকছে ৬০০০mAh এর ব্যাটারি সহ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার। এছাড়া এই ফোনেটিতে আর কি কি থাকছে, বাংলাদেশে এর দাম কত হতে পারে এবং কবে লাঞ্চ হতে পারে এইসব নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক।
প্রথমেই এই ফোন এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক। যেহেতু এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন তাই এটিতে প্লাস্টিক ম্যাটারিয়াল ব্যবহার করা হয়েছে। যেখানে ব্যাক পার্টি ব্লক্সিফিনিস। যার ফলে দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ব্র্যান্ডে। ম্যাজিক ব্লু, স্পিড বেগুনি এবং কালো রংয়ের। আবার এই ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ ডাউন বাটন ও পাওয়ার বাটন। বামদিকে থাকছে ডেডিকেটেড সিম স্লট ও গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটন। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন ও মাইক্রো ইউএসবি পোর্ট।
এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে বিশাল ৬.৮ ইঞ্চি HD+ এলসিডি প্যানেল। যেটি টেকনোর ভাষায় ডটিং ডিসপ্লে। আর ডিসপ্লের উপরে বামদিকে থাকছে পাঙ্চুয়াল ক্যামেরা কাট আউট। এবং এর স্কিন টু বডি অনুপাত ৮২.৭%। সুতরাং যারা বাজেট এর মধ্যে বড় ডিসপ্লে চাচ্ছেন আমার মনে হয় তাদের চাহিদা পূরণ করবে টেকনো পোভা।
এবার কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮০ গেমিং প্রসেসর। যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এবং এর ম্যাক্সিমাম কাজের স্পিড ২.০ গিগাহার্জ। আর হেলিও জি৮০ গেমিং চিপসেট হওয়ায় এর গেমিং স্পিড অসাধারণ হবে। আর সাথেই ফোনটিতে থাকছে দুইটি RAM ভেরিয়েন্ট। 4জিবি+64জিবি এবং 6জিবি+128জিবি ইন্টার্নাল স্টোরেজ। আরও থাকছে ডেডিকেটেড সিম স্লট। যেখানে দুইটি সিমকার্ডও একটি মেমোরি কার্ড আপ টু 256 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড টেন থাকছে। যা রান করবে হাইওয়ে ৭.০ এর সাথে।
যাইহোক এবার কথা বলা যায় এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের আর সামনে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং থাকছে ০.৩ মেগাপিক্সেল এর এ আই লেন্স। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৮মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। তাছাড়া সেলফি লাভারদের জন্য থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। অর্থাৎ লো লাইট এ ভাল কোন ইমেজ ক্যাপচার করতে পারবে। বন্ধুরা, টেকনো পোভার সবচেয়ে হাইলাইট এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬০০০mAh এর বিগ ব্যাটারি।
ফাইনালি বলবো এই ফোনের দাম এর ব্যাপারে। তো ইন্ডিয়াতে এই ফোনের বেজ ভেরিয়েন্ট ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ রুপি। যা বাংলায় কনভার্ট করলে এর দাম দাঁড়ায় ১১,৫০০ টাকা। এবং ৪জিবি+১২৮জিবি এর দাম রাখা হয়েছে ১১,৯৯৯ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪,০০০ টাকা। মূলত এই ফোনেটি তাঁদের জন্য সাজেস্ট করবো যাঁদের বাজেট ১৫,০০০ টাকার মধ্যে।