আজকের আর্টিকেলটিতে কথা বলব স্যামসাংয়ের একটি নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এম১২ কে নিয়ে। যেটি কিনা স্যামসাং গ্যালাক্সি এম১১ এর আপডেট ভার্সন। তো গ্যালাক্সি এম১১ থেকে গ্যালাক্সি এম১২ এ কি কি পরিবর্তন আনা হয়েছে, দাম এর দিক থেকে কতটা সস্তা বা বেশি হতে চলেছে এবং কবে নাগাদ লঞ্চ হতে পারে এইসব বিষয় নিয়ে আজকের আর্টিকেলটিতে আলোচনা করব। তো আর্টিকেলটি শুরু করার আগে বলে রাখা ভালো গ্যালাক্সি এম১২ একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। তাই যাদের বাজেট ১৪ থেকে ১৫ হাজার টাকার মধ্যে তারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোন এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। এই ফোন এর পিছনে থাকবে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ফোনটির ডান দিকে থাকবে ভলিউম আপ-ডাউন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটি বেসিক্যালি পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। নিচের দিকে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট ও স্পিকার। আবার ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনে থাকবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন 720*1600 পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও 88.6%।
যাইহোক এবার কথা বলব ফোনেটির পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্নাপদ্রাগন ৪৬০ অক্টা কোর প্রসেসর। এর সাথেই থাকবে ৪জিবি RAM+৬৪জিবি ROM এর কম্বিনেশন। আর বরাবরের মতো স্যামসাং এর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে ওয়ান ইউ আই ২.৫ এর সাথে।
গ্যালাক্সি এম ১২ এর ক্যামেরার কথা বলতে গেলে এর পিছনে থাকবে স্কয়ার আকৃতির কোয়াদ ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সাথে ৮ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল এর মাক্রো লেন্স এবং থাকবে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসাবে থাকবে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
এরপর কথা বলা যাক এই ফোন এর সবথেকে হাইলাইট ফিচার এর ব্যাটারী এর ব্যাপারে। এই ফোন টিতে থাকবে 7000mAh এর বিগ ব্যাটারী। যা ১৫ ওয়াট চার্জ এর সাপোর্ট পাবে। এর আগে এই একই ব্যাটারী স্যামসাং গ্যালাক্সি এ৫১ এ দেওয়া হয়েছিল। তাই যাঁদের ব্যাটারী ব্যাকআপ বেশি প্রয়োজন তাঁদের জন্য গ্যালাক্সি এম১২ পাওয়ার ব্যাঙ্ক হিসাবে কাজ করবে।
ব্যাটারীর পরে সবশেষে কথা বলব এই ফোন এর দাম এর ব্যাপারে। ফোনটির প্রত্যশিত দাম হতে পারে ১৪ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই। আর লঞ্চ ডেট এর ব্যাপারে বলতে গেলে ফোনটি ২০২১ সালের শুরু তেই ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। সর্বোপরি যারা কম বাজেটে দুর্দান্ত ব্যাটারী ব্যাকআপ এর সাথে সাথে ইন্টারেস্টিং ফিচার সমৃদ্ধ ফোন কিনতে চান, তারা ফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন। তো মোটামুটি এই ছিল ফোনটির ব্যাপারে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।