২০২০ সালের একদম শেষে এসে ইনফিনিক্স বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স এর হট একটি ডিভাইস ইনফিনিক্স হট ১০। যার মধ্যে 5200mAh এর ম্যাসিভ ব্যাটারি ও বিশাল ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। আর পারফরমেন্সের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও জি৭০ গেমিং প্রসেসর। আর কি কি থাকছে এই ফোনটিতে, বাংলাদেশে এই ফোনটির অফিশিয়াল দাম কত হতে পারে তা জানার জন্য আর্টিকেলটি পড়তে থাকুন। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এই ফোন টি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এর একটি ফোন। ফোনটি পাওয়া যাবে চারটি কালার ব্র্যান্ডে। অবিসিডিয়ান ব্ল্যাক, অম্বর রেড, মুনলাইট জেড, ওসিয়ান ওয়েভ। এবার বাটন এবং পোর্ট নিয়ে কথা বলা যাক। ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন এবং পাওয়ার বাটন। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুইটি সিমকার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ৫১২ জিবি পর্যন্ত। এবং নিচের দিকে থাকে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট ও স্পিকার। আবার ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনে থাকছে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন 720*1640 পিক্সেল। আর ডিসপ্লের উপরেই থাকছে ক্যামেরা কাট আউট। তবে এই ডিসপ্লে তে থাকছে না কর্নিং গরিলা গ্লাস। সর্বোপরি যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন যেমন ইউটিউব ভিডিও দেখা, গেমিং করা তাদের জন্য হট ১০ হতে পারে এক্সট্রা প্লাস পয়েন্ট।
এবারে কথা বলা যাক হট ১০ এর পারফরম্যান্স নিয়ে। জেনে খুশি হবেন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ অক্টাকোর প্রসেসর। যার ওয়ার্ক স্পিড ২.০ গিগাহার্জ। আর জি৭০ গেমিং চিপসেট হওয়ায় যে কোন গেম রান করতে পারবেন অনায়াসে। এর সাথে থাকছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১০ থাকছে। যা রান করবে ইনফিনিক্স এর নিজস্ব ইউআই এক্সওএস ৬.০ এর সাথে।
এখন কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ইনফিনিক্স হট ১০ এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং থাকছে লো লাইট সেন্সর। তাছাড়া ক্যামেরা এর সাথেই থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট। আর সামনের দিকে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সর্বোপরি বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপ আমার কাছে ভালই লেগেছে। ইনফিনিক্স হট ১০ এর অন্যতম ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটিতে দেয়া হয়েছে ৫২০০mAh এর বিগ ব্যাটারি। তবে এখানে থাকছে না ফাস্ট চার্জিং সুবিধা। এরসাথে যে জিনিসটি খারাপ লেগেছে তা হল এই ফোনটির সাথে থাকবে না ইউএসবি টাইপ সি পোর্ট। যাই হক এবার আসি ফোনটির দাম নিয়ে। আর মাত্র কয়েকদিন পরেই ইনফিনিক্স হট ১০ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হবে কিন্তু লঞ্চের পূর্বেই এই ফোনটির দাম সম্পর্কে জানা গেছে। এই ফোনটির অফিশিয়ালি দাম হতে যাচ্ছে 12999 টাকা অর্থাৎ ১৩০০০ টাকা। তো এই ছিল ইনফিনিক্স হট ১০ এর ব্যাপারে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।