যারা মধ্যম বাজেটে ভালো একটি গেমিং ফোন চাচ্ছেন বা ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য টেকনো নিয়ে এসেছে টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার। কারণ এই ফোনটির পিছনে থাকছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। এবং 48+8 মেগাপিক্সেল এর ডুয়েল সেলফি ক্যামেরা। আর যারা গেম লাভার আছেন তাদের জন্য থাকছে হেলিও জি90টি গেমিং প্রসেসর। এর সাথে সাথে এই ফোনটিতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। এবং বাংলাদেশে এর দাম কত এইসব নিয়ে আজকের আর্টিকেলটিতে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
প্রথমেই শুরু করব এই ফোনের ডিজাইন দিয়ে। তো প্রিমিয়াম ডিজাইনের সাথে এই ফোনটির পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। যদিও ফোনটির ব্যাক পার্টি দেখতে মনে হবে গ্লাস ফিনিশ। ডিভাইসটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার। আবার এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে লার্জ 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডুয়েল ডট ইন ডিসপ্লে। যার রেজুলেশন 1018*2460 পিক্সেল। এর স্ক্রীন টু বডি রেশিও 88.7%। এবং এসপেক্ট রেশিও 19.5:9। মজার ব্যাপার হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে ৯০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে। যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো এবং স্মুথ হবে। সর্বোপরি যারা বড় ডিসপ্লের ফোন ব্যবহার করেন তাদের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট।
এবার কথা বলা যাক ক্যামন ১৬ প্রিমিয়ার এর পারফরম্যান্স নিয়ে। টেকনোর এটাই প্রথম স্মার্টফোন যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর শক্তিশালী প্রসেসর হেলিও জি৯০টি। আপনারা অনেকেই জানেন এই একই প্রসেসর রিয়েলমি, শাওমির মতো বেশ কিছু স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তাই যারা হাই সেটিংস এর পাবজি লাভার আছেন বা এক্সট্রিম গেম লাভার আছেন তারা চোখ বন্ধ করে যেকোনো হাই গ্রাফিক্স গেম রান করতে পারবেন কোনো ল্যাগ বা হ্যাং ছাড়াই। সাথে থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ১০। যা রান করবে হাইওএস ৭.০ এর সাথে।
এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে। ক্যামন ১৬ প্রিমিয়ার এর সবথেকে ইন্টারেস্টিং এবং হাই ফিচার হচ্ছে এর ক্যামেরা ডিপার্টমেন্ট। এর পিছনে থাকছে স্কয়ার আকৃতির কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। আর ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সনি এমআই এর ৬৮৬ সেন্সর। এর সাথেই ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর পাশাপাশি সেলফির জন্য থাকছে ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। সুতরাং,রিয়ার ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাও এক কথায় অসাধারণ হবে।
সবশেষে বলবো ব্যাটারীর ব্যাপারে। ব্যাটারি হিসেবে থাকবে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এমনকি বক্স এর সাথেই থাকবে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জার। যেটি দিয়ে এই ফোনটিকে ৭০% চার্জ করতে পারবেন মাত্র ৩০ মিনিটে। এবার আসি ফোনটির দাম এর ব্যাপারে। তো টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার এর অফিসিয়াল দাম ২৭,৯৯০ টাকা।