সম্প্রতি ইনফিনিক্স ইন্ডিয়াতে লঞ্চ করেছে জিরো ৮ এর ছোট ভাই ইনফিনিক্স জিরো ৮ আই। আর ধরে নেন এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। যাতে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড এআই ক্যামেরা,মিডিয়াটেক এর শক্তিশালী চিপসেট হেলিও জি৯০টি। যেটি মধ্যম বাজেটে বেস্ট চিপসেট এবং রয়েছে বেশি RAM ROM এর অপশন। এছাড়া এই ফোনটি কাদের জন্য যথাযথ হবে, বাংলাদেশ এই ফোনটির অফিশিয়লি দাম কত হতে পারে বিস্তারিত জানতে পারবেন আজকের আর্টিকেলটিতে। এর জন্য আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। তো এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এর হলেও দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। বিশেষ করে এই ফোনের ক্যামেরা মডেলটি আমার কাছে ভালো লেগেছে। ফোন টির ডান দিকে থাকছে ভলিউম আপ-ডাউন বাটন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুইটি সিমকর্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার। এবার কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.85 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রীন টু বডি রেশিও 86.8 শতাংশ। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। সর্বোপরি যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন বা গেমার রয়েছেন তাদের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট থাকছে।
এখন কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে। এতে থাকছে মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসর হেলিও জি৯০টি। যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি৭৬। তাছাড়া হেলিও জি৯০টি গেমিং চিপসেট হওয়ায় যারা গেম লাভার আছেন তারা বেশ ভালো পারফর্মেন্স পাবেন। কারণ আপনারা অনেকেই জানেন জি৯০টি এর আগে ব্যবহার করা হয়েছিল রিয়েলমি ৬ ও রেডমি নোট ৮ প্রো তে। যার পারফরম্যান্স ছিল কিন্তু দুর্দান্ত। এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউআইপিএস ২.১। এর পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে ইনফিনিক্স এর নিজস্ব ইউএ এর সাথে।
এবার কথা বলা যাক এই ফোনটির সিকিউরিটি নিয়ে। এই ফোনটিতে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট ও একুরেট।
আবার যদি বলি ক্যামেরার ব্যাপারে তো এই ফোনের পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে 48 মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং থাকছে এ আই ক্যামেরা। এর সাথেই থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স। আর এখানেও থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। তাছাড়া আর সামনের এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি 30 ফ্রেম পার সেকেন্ডে ফুল এইচডিতে 4k ভিডিও রেকর্ড করতে পারবেন। তাই বলতেই হচ্ছে মধ্যম বাজেটে এই ফোনে বেস্ট ক্যামেরা দিয়েছে ইনফিনিক্স।
এখন আসি এই ফোনের ব্যাটারির ব্যাপারে। ফোনটিতে দেয়া হয়েছে 4500 মিলি এম্পিয়ারের ফাস্ট চার্জিং ব্যাটারি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফোনটিতে 33 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যদিও বক্সটির সাথে থাকছে 18 ওয়াট এর ফাস্ট চার্জার। আর কালার ভেরিয়েন্ট হিসেবে থাকছে সিলভার ডায়মন্ড ও ব্ল্যাক ডায়মন্ড। সর্বশেষ কথা বলব ফোনটির দাম এর ব্যাপারে। ইন্ডিয়াতে ফোনটির দাম রাখা হয়েছে 15 হাজার ইন্ডিয়ান রুপি। এবং বাংলাদেশের বাজারে আসা করছি 20 থেকে ২২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ফোনটি। তো এই ছিল ইনফিনিক্স জিরো ৮ আই এর ব্যাপারে সর্বশেষ আপডেট।