মাঝামাঝি দামের মধ্যের ব্রান্ডেড মোবাইল ফোনগুলো নিয়ে এখন বিভিন্ন মার্কেট গুলোতে যেনো এক প্রতিযোগীতা চলছে। সেই প্রতিযোগী ব্র্যান্ডের একজনের নাম হচ্ছে ‘রিয়েলমি’। যার সাথে বর্তমানে আমরা সবাই পরিচিত। সম্প্রতি এই ‘রিয়েলমি’ ব্র্যান্ড তাদের নতুন একটি ফোন বাংলাদেশে রিলিজ করেছে। যেটার নাম হচ্ছে ‘নারজো ২০’৷
তো চলুন নিচে গিয়ে দেখে আসি এই ‘রিয়েলমি নারজো ২০’ এর কিছু স্পেসিফিকেশন এবং রিভিউঃ ⤵
রিলিজ ডেটঃ
‘রিয়েলমি’ ২০২০ সালের, ২১ সেপ্টেম্বরে তাদের এই ফোন ‘ নারজো ২০ ‘ সর্বপ্রথম রিলিজ করে৷
ডিজাইনঃ
‘রিয়েলমি’ তাদের এই ফোনটাতে বরাবরের মতোই ডিজাইন করেছে। তবে এই ফোনের পিছনের বডিতে তারা ভি টাইপের একটা ভিন্ন ডিজাইনের শেড দিয়েছে, যেটা এই ফোনটাতে অসাধারন একটি লুক তৈরী করে। বিশেষত তাদের ফোনের পিছে তিন ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইটের সমন্বয়ে বর্গাকার ডিজাইন টাও ছিলো অসাধারণ।
বডিঃ
‘রিয়েলমি নারজো ২০’ এর বডি ডিমেনশন্স হচ্ছে ১৬৪.৫×৭৫.৯×৯.৮ মি.মি. ( ৬.৪৮×২.৯৯×০.৩৯ ইঞ্চি)
আর মার্কেটে এই ফোনের বডি কালার এখন দুই ধরনের। একটি হচ্ছে লাইট সিলভার এবং আরেকটি হচ্ছে ঝাপসা নীল।
ডিসপ্লেঃ
রিয়েলমি তাদের এই ফোনের ডিসপ্লেতে দিয়েছে ‘আইপিএস এলসিডি’, যেটাতে রয়েছে ৪৫০ নিটস (টাইপ) এবং ৫৬০ নিটস (পিক)। এর ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৫ ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেল।
প্লাটফর্মঃ
‘রিয়েলমি’র এই ফোনে রয়েছে ‘এন্ড্রোয়েড ১০ রিয়েলমি ইউ.আই.’ এর সাথে। এই ফোনে আরও রয়েছে ‘১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৮৫’ শক্তিশালী প্রসেসর। যেটা দ্বারা অনেকক্ষন পর্যন্ত গেম খেলা যাবে। সেই সাথে অন্য অনেক কাজও এই ফোন দিয়ে খুব সহজেই করতে পারবেন।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের ব্যাক ক্যামেরা দেয়া হয়েছে তিনটি। যেগুলোর একটি হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং অন্য দুইটি হচ্ছে ৮ মেগাঃ’র আল্ট্রাওয়াইড এবং ২ মেগাঃ’র ম্যাক্রো লেন্সের ক্যামেরা। সেই সাথে রয়েছে এইচডিআর এল.ই.ডি ফ্ল্যাশ, যা দিয়ে ১০৮০ রেজুলেশনের ভিডিও করা যাবে।
ফ্রন্টঃ এই ফোনের ফ্রন্টে ওয়াটারড্রপ নচের সাথে দেয়া হয়েছে, একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা।
মেমোরিঃ
এই ফোনটা আপনি দুই ভ্যারিয়্যান্টে পেয়ে থাকবেন। একটি হচ্ছে ৪/৬৪ এবং আরেকটি হচ্ছে ৪/১২৮। আর এটির কার্ড স্লটে আপনি ২৫৬ জিবি’র উপরেও মেমোরি কার্ড দিতে পারবেন।
সাউন্ডঃ
এই ফোনের সাউন্ড অনেকটাই ক্লিয়ার। এটিতে আরও দেয়া হয়েছে ৩.৫ মি.মি.’র একটি ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
এই ‘রিয়েলমি নারজো ২০’ ফোনটার আরেকটি অসাধারন দিক হচ্ছে এর ব্যাটারী। যেটা ৬০০০ এম.এইচের শক্তিশালী ব্যাটারি। যা দিয়ে ফুল চার্জে এই ফোন নিয়ে, অনায়াসে দুই/তিন দিন পার করে দিতে পারবেন।
ফিচারঃ
এই ফোনের ব্যাকসাইডের মাঝামাঝি জায়গায় পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট। যেটা অনেক দ্রুত কাজ করে।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘রিয়েলমি’ বরাবরই তাদের ফোনে নতুন কিছু দিয়ে, বের করে বাজারে৷ এবারও তারা এই ফোনে নতুন হিসেবে দিয়েছে এর শক্তিশালী প্রসেসর এবং এর ব্যাটারী।
দামঃ
বাংলাদেশে এই ফোনের বর্তমান দাম হচ্ছে ১২,২০০ (৪/৬৪) এবং ১৩,৩০০ (৪/১২৮)।