বর্তমান বাজারে সবচেয়ে দামী ফোন কোনটি। কোনো ডাউট ছাড়াই ‘আইফোন’। যার ব্র্যান্ডের নাম ‘অ্যাপল’। ‘আইফোনে’র রাজত্ব যেনো অনেক বছরের পুরনো। হবেই না কেনো। যেসব পরিবর্তন করে এরা বাজারে ফোন নিয়ে আসছে, যা দেখলে অনেক সময় অবাক হতেই হয়। এরই ধারাবাহিকতায় ‘অ্যাপল’ বাজারে তাদের নতুন আরেকটি ফোন রিলিজ করে, যার নাম ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’। এই ফোনটায় তারা দিয়েছে অনেক কিছু।
চলুন নিচে গিয়ে বিস্তারিত জেনে আসা যাক এর ব্যাপারেঃ⤵️
বডিঃ
বডি ডিমেনশনে ‘আইফোন’ বরাবরই অন্যদের থেকে টপ। বরাবরের মতো এবারও তারা তাদের এই ফোনের বডিতে (সামনে+পিছে) দিয়েছে, শক্তিশালী গরিলা গ্লাসের প্রটেকশন। সাইডটা হচ্ছে স্টেইনলেস স্টীলের। বডি ডিমেনশনে রয়েছে ১৬০.৮×৭৮.১×৭.৪ মি.মি.’র লেয়ার। সব মিলিয়ে এই ফোনের ওজন ২২৮ গ্রাম। সিমের ক্ষেত্রে সিঙ্গেল বা ডুয়েল দুটিই ব্যাবহার করা যাবে।
ডিসপ্লেঃ
‘অ্যাপল’ তাদের এই ফোনটায় দিয়েছে ৬.৭ ইঞ্চির বিশাল এক ডিসপ্লে। যেটা উন্নতমানের ‘সুপার রেটিনা এক্সডিআর অলেড’ সম্পন্ন। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১২৮৪×২৭৭৮ পিক্সেল। ডিসপ্লেটার সামনে রয়েছে উন্নতমানের একটি সিরামিক গ্লাস, যেটায় স্ক্র্যাচ ফালানো সহজ নয়।
প্লাটফর্মঃ
এই ফোনের প্লাটফর্মে রয়েছে আই ও এস ১৪.১ +১৪.২। আরও রয়েছে ‘অ্যাপল এ ১৪ বায়োনিক (৫ ন্যানোমিটার) এর চিপসেট।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। তিনটিই ১২ মেগাপিক্সেলের। ওয়াইড, আল্ট্রাওয়াইড এবং টেলিফোটো ডেপথের এই ক্যামেরা তিনটি সত্যিই অসাধারণ। এই ক্যামেরা দিয়ে আপনি থ্রিডি ভিডিও পর্যন্ত রেকর্ড করতে পারবেন।
ফ্রন্টঃ এর সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড নোচ ক্যামেরা। এই ক্যামেরা দিয়েও অসাধারন ভাবে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন।
মেমোরীঃ
‘অ্যাপল’ তাদের এই ডিভাইসটি বাজারে ছেড়েছে তিনটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৬/১২৮, ৬/২৫৬ এবং ৬/৫১২। থাকছে না কোনো মেমোরী কার্ড স্লট।
নেটওয়ার্কঃ
এই ফোনে ‘অ্যাপল’ ব্র্যান্ড এবার দিয়েছে হাই স্পিড ৫জি’র নেটওয়ার্ক অপশন।
সাউন্ডঃ
বরাবরের মতোই ‘অ্যাপল’ তাদের ফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারন ক্লিয়ার রেখেছে। থাকছে না কোনো ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
২০ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট সহ এই ফোনে থাকছে, ৩৬৮৭ ওয়াটের ব্যাটারী।
ফিচারঃ
সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলক। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘অ্যাপল’ তাদের এই মডেলের ফোনে নেটওয়ার্ক, ডিসপ্লে এবং ক্যামেরার ডিজাইনে, আগের থেকে অনেকটা পরিবর্তন এনেছে।
দামঃ
বাংলাদেশে ‘অ্যাপলে’র এই ফোনের ভ্যারিয়্যান্ট তিনটির দাম হচ্ছে, ৬/১২৮ – ৳১,৫০,০০০ .. ৬/২৫৬ – ৳১,৬২,০০০.. ৬/৫১২ – ৳১,৮৫,০০০।