মিডরেঞ্জ বাজেটের ফোন। বর্তমানে এই কথাটা খুবই সাধারন। কারন, আমাদের এই দেশে মধ্যবিত্তদের চাহিদাটাকেই যেনো গুরুত্ব দিয়ে তৈরী করা হচ্ছে মিডরেঞ্জ বাজেটের কিছু মোবাইল ফোন। বিশেষত ‘শাওমি’ হচ্ছে তাদের মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন একটি ব্র্যান্ড। বর্তমানে গেমিং মোবাইল ফোনের চাহিদা অনেক। আর সেই গেমিং ফোন যদি পেয়ে যান আপনার হাতে থাকা দামে, তাহলে তো কথাই নেই। মিডরেঞ্জের কথা মাথায় রেখে ‘শাওমি’ বাজারে নিয়ে এলো তাদের নতুন গেমিং ফোন ‘পকো এক্স৩’।
এই ফোনের ব্যাপারে চলুন, নিচে কিছু কথা আলোচনা করা যাকঃ ⤵️
রিলিজ ডেটঃ
‘শাওমি’ তাদের এই গেমিং ফোন ২০২০ সালের, ৭ সেপ্টেম্বরে রিলিজ করে বাজারে।
বডিঃ
এই ফোনের বডি ডিমেনশন্স হচ্ছে ১৬৫.৩×৭৬.৮×৯.৪ মি.মি.। এর ওজন হচ্ছে ২১৫ গ্রাম। এটার সামনে রয়েছে গরিলা গ্লাস ৫ এবং পিছে প্লাস্টিক বিল্ড, সাথে এর ফ্রেম তৈরী হয়েছে অ্যালুমিনিয়ামের। এটায় আরও রয়েছে দুটি সিমের স্লট।
ডিসপ্লেঃ
এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। যেটার রেজুলেশন ১৮০০×২৪০০ পিক্সেলের, সাথে গরিলা গ্লাস ৫ তো আছেই।
প্লাটফর্মঃ
এটি এন্ড্রোয়েড ১০ এর সাথে দেয়া হয়েছে, ‘শাওমি’র এম আই ইউ আই ১২ ভার্সন’। এছাড়াও এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩২জি এর মতো শক্তিশালী ওক্টা কোর প্রসেসর।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের পিছনে ফ্ল্যাশের সাথে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের একটি ওয়াইড, ১৩ মেগাঃ’র একটি আল্ট্রাওয়াইড এবং দুই মেগাঃ’র দুইটি আলাদা ম্যাক্রো ডেপথ ক্যামেরা। যেটা দিয়ে ৪কে’র মতো এইচডি ভিডিও পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ইন ডিসপ্লে ক্যামেরা। যেটা দিয়েও আপনি ভালো মানের ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
মেমোরিঃ
এটার দুটো ভ্যারিয়্যান্ট বাজারে এখন পাওয়া যায়। ৬/৬৪ এবং ৬/১২৮। আর, এটার স্লটে ২৫৬ জিবি’র উপরেও মেমোরি কার্ড বসাতে পারবেন।
নেটওয়ার্কঃ
বরাবরের মতো ‘শাওমি’ তাদের এই ফোনেও ৪জি নেটওয়ার্কের স্পিড দিয়েছে, যেটা খুব ভালো। তবে, ৫জি দিলে আরেকটু ভালো হতো এই যুগে।
সাউন্ডঃ
সাউন্ডের দিক দিয়ে এই ফোনের পারফরম্যান্স ছিলো অসাধারন। ফোনের নিচের দিকে পেয়ে যাবেন এটার সাউন্ড সিস্টেম। সেই সাথে এই ফোনে আরও আছে ৩.৫ মি.মি. এর ইয়ারফোনে জ্যাক।
ব্যাটারিঃ
‘শাওমি’ তাদের এই ফোনে দিয়েছে ৫১৬০ এম এইচ এর শক্তিশালী একটি নন রিমুভেবল ব্যাটারী। এর সাথে আরও রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা।
ফিচারঃ
‘শাওমি’ তাদের এই ফোনে ফিঙ্গারপ্রিন্টে খানিকটা পরিবর্তন এনেছে। পিছনের বদলে, তারা অন-অফের বাটনে এটি দিয়ে দিয়েছে।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ ‘শাওমি’ তাদের আগের ফোনগুলো থেকে, এই ফোনে অনেকটাই পরিবর্তন এনেছে।
যেমনঃ ইন ডিসপ্লে ক্যামেরা, প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারীর সাইজ ইত্যাদি। তবে এর প্রসেসরটা ছিলো অসাধারন একটি পরিবর্তন। মিড বাজেট রেঞ্জে এরকম হাই লেভেলের একটি প্রসেসর পাওয়া সত্যিই খুব ভালো লাগার ব্যাপার।
দামঃ
বর্তমানে বাংলাদেশে এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের মূল্য হচ্ছেঃ ৬/৬৪ – ২৫,৯৯৯ টাকা এবং ৬/১২৮ – ২৭,৯৯৯ টাকা।