গেইমিং পিসি অথবা গেইমিং ফোনের সাথে পরিচয় রয়েছে অনেক নামি-দামি গেইমার দের। মোবাইলের থেকে পিসি তে যেনো গেইম খেলে আরও মজা। কিন্তু, মোবাইলের মতো পিসি তো সব জায়াগায় নিয়ে যাওয়া যায় না। আবার মোবাইলেও স্ক্রিন ছোট। কি একটা অবস্থা। তো এই কথা মাথায় রেখেই বাজারে একখানা ল্যাপটপ নিয়ে এসেছে আমাদের দেশীয় কোম্পানি ‘ওয়ালটন’। কেউ মজা করে উড়িয়ে দিয়েন। তাদের তৈরী এই গেইমিং ল্যাপটপে পাওয়া গেছে অসাধারন সকল রিভিউ। যেগুলো সত্যিই অনেক ভালো একটি জিনিস। আজ কথা হতে যাচ্ছে এই গেইমিং ল্যাপটপটি নিয়েই। এর ভিতরে বাইরে কি থাকছে এবং এটি কিভাবে ব্যাবহার করবেন এগুলো নিয়েই হবে আজকের কথা।
চলুন তাহলে নিচে গিয়ে জেনে আসা যাক এর ব্যাপারে বিস্তারিতঃ⤵
আমাদের দেশী ব্র্যান্ড ‘ওয়ালটন’ তাদের এই গেইমিং ল্যাপটপে দিয়েছে অসাধারন একটি কিলার লুক। যেটি দেখে মুগ্ধ হবে যে কেউই। তাদের এই ল্যাপটপের মডেলের নাম হচ্ছে ‘কারোন্দা জিএক্স৭ প্রো’। এটি ১০জি নেটওয়ার্ক স্পিড সম্পন্ন একটি ল্যাপটপ। অনেকে হয়তো বা ভাবতে পারে এটি শুধুমাত্র গেইমিং এর জন্যই বানানো হয়েছে। কিন্তু না। এটি দিয়ে বিভিন্ন প্রফেশনাল কাজ বা এডিটিং করাও সম্ভব। পারফরম্যান্সে এই ল্যাপটপটি ছিলো অসাধারন ফাস্ট। সাড়ে ১৫ ইঞ্চির এই এলইডি আইপিএস ডিসপ্লেতে হাই গ্রাফিক্সে খুব সুন্দর মতোই খেলা যাচ্ছিলো বিভিন্ন গেইমস। এছাড়াও বিভিন্ন ভিডিও সুন্দরভাবে ইডিট করে চালানো যাচ্ছিলো অনেক দ্রুত। এই ল্যাপটপটি দেখলে অনেকে হয়তো উপহাস করবে। এটি দেশী তৈরী তাই। কিন্তু, এটি কিছুদিন ব্যাবহার করার পরে আপনিও এর ফ্যান হয়ে যাবেন। বাজারে এর কম্পেটিটর অনেক রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ল্যাপটপটি এগিয়ে রয়েছে। তবে অন্য কোনো দিক দিয়ে পিছিয়ে থাকলেও এটি চালানো যাবে সুন্দরভাবেই। হার্ডওয়্যার এনকোডিং অফ করে সফটওয়্যার এনকোডিং এ ৪কে ৪০এমবিপিএসে ভিভিআর ২ তে এক্সপার্ট করতে সময় লাগে ২৮মিনিট। হার্ডওয়্যার এনকোডিং অন করে সেইম জিনিস করতে সময় লাগে ১৯ মিনিট। অতএব সফটওয়্যার এর চেয়ে হার্ডওয়্যারে গতিটা বেশি পাবেন। ল্যাপটপটিতে বিল্ট ইন এসডি কার্ড স্লট দেয়া আছে। এটি আরেকটি ভালো দিক।
চলুন দেখে আসা যাক এই ল্যাপটপটির ফুল ফিচারঃ⤵️
ডিসপ্লেঃ ১৫.৬ ইঞ্চি, এফএইচডি, মেট আইপিএস এলইডি বেক্লিট ( ১৪৪ এইচ জেড রিফ্রেশ রেট )।
জেনারেশনঃ ১০তম জেনারেশনের প্রসেসর।
সিপিইউঃ ইনটেল কোর আই৭ – ১০৭৫০এইচ, ২.৬০ গিগাহার্জ আপ টু ৫.০০ গিগাহার্জ।
কেচ মেমোরিঃ স্মার্ট কেচ ১২ এম্বি ইনটেল।
গ্রাফিক্সঃ এনভিআইডিআইএ জিই ফোর্স জিটিএক্স ৬৫০ ৪জিবি জিডিডিআর৬ ভিআরএম।
রেমঃ ১৬জিবি ডিডিআর৪ ২৬৬৬এমএইচজেড
স্টোরেজঃ ৫১২জিবি এম.২ ২২৮০ এনভিএম ই পিসিআই ই ৩.০×৪ ইন্টারফেস।
কি-বোর্ডঃ মাল্টি কালার ইলুমিনেইটেড।
ব্লুটুথঃ ওয়াই-ফাই ৬.০ {৮০২.১১ এ এক্স (২.২)} + বিটি ৫.১।
এই ছিলো এই ল্যাপটপটির ফিচার সমূহ। সব মিলিয়ে এই গেইমিং ল্যাপটপটি অসাধারন। এটির বর্তমান মূল্য ১,২৩,৫০০ টাকা। যেটা একটু বেশিই বটে। তবে জিনিস বিবেচনা করলে দাম মানতেই হবে। ভালো জিনিসের দাম একটু বেশি তো হবেই।