তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি একের পর এক চমক দিয়েই যাচ্ছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা রয়েছে রিয়েলমি ৮ প্রো-তে। রিয়েলমি দাবি করেছিল রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে ফ্যাশন-ফরোয়ার্ড স্মার্টফোন। আকর্ষণীয় লুকের সঙ্গে দুর্দান্ত ফিচারযুক্ত ফোনটির দাম ২৭,৯৯০ টাকা।
ট্রেন্ডি ও সুপার স্লিম ডিজাইন সাথে শক্তিশালী প্রসেসর ও পারফরমেন্সের সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোন হওয়ার কারনে স্মার্টফোন ব্যবহারকারী মনে বেশ ভালো ভাবে জায়গা করে নিয়েছে । ব্যবহারকারীরা কেন এই ফোনটি কিনছেন এবং এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জেনে নিন।
নেটওয়ার্ক: নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপিএ , ৫জি এবং এলটিই টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে ও ডিজাইন : রিয়েলমি ৮ প্রো ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজুলিউশন সাপোর্টেড ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ও সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ৬০ হার্টস রিফ্রেশরেটযুক্ত। এর অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪১১। অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোনের ব্যাটারির ওপরে কম প্রভাব ফেলবে। ফোনের পিছনে রিয়েলমির ‘Dare to Leap’ ব্র্যান্ডিং দেখতে পেয়েছি। এছাড়া বর্গাকার ক্যামেরা সেটআপও চোখ এড়িয়ে যায় না। এই ক্যামেরা সেটআপ এর সাথে এলইডি ফ্ল্যাশ থাকবে। সামনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এর কাটআউট ডিসপ্লের উপরিভাগে বাম দিকে দেখা গেছে। শুধু তাই নয়, ভিডিও থেকে আরও জানা গেছে যে রিয়েলমি ৮ প্রো ফোনের ডিসপ্লের নিচে পাতলা বেজেল পেয়েছি।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ জি যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে এন্ট্রিন ৬১৮। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ জি সেরা ফোটোগ্রাফি, টেকসই ব্যাটারির অনবদ্য এক চিপসেট! স্ন্যাপড্রাগন এলিট গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এইফোনে গেমিং অডিও এবং গ্রাফিক্সের মানের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাবেন।
মেমোরি: ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্ট। এটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি র্যাম ।
ক্যামেরা: রিয়েলমি ৮ প্রো-র এই ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা Sony IMX471 সেন্সর ব্যবহার করা হয়েছে যা ছবির ক্লারিটি বা স্বচ্ছতা বাড়াতে কাজ করে। রিয়েলমি ৮ প্রো “বিশ্বের প্রথম স্টেরি মোড টাইম-ল্যাপস ভিডিও” ফিচার রয়েছে । যা গুগল পিক্সেল ফোনের অ্যাস্ট্রফোটোগ্রাফি ফিচারের অনুরূপ। এই ফিচার অন করে রাতের আকাশের পরিষ্কার ও সুন্দর ছবি ক্যামেরাবন্দী করা যায়। এই ফিচার ৩০টি ফটো তুলতে ৬ মিনিট সময় নেবে তারপর ১ সেকেন্ডের টাইম ল্যাপস ভিডিও জেনারেট করে।
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১০৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ সমেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা । এই ক্যামেরায় আছে Tilt-Shift মোড, যা সাবজেক্ট এর ওপর ফোকাস করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেবে। সেলফি ও ভিডিও কলের জন্য রিয়েলমি ৮ প্রো-তে এফ/২.৪৫ অ্যাপারচারযুক্ত ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
চার্জার এবং ব্যাটারি: এই ফোনে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ৫০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ৫০ ওয়াটের সুপার ডার্ট চার্জ থাকায় ফোনটি ০-৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৭ মিনিট।